বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় বাজারে মারুতি সুজুকির (Maruti Suzuki) গাড়িগুলি অত্যন্ত জনপ্রিয়। শুধু তাই নয়, প্রতিমাসেই এই সংস্থার বিপুল সংখ্যক গাড়ি বিক্রি হয়। এমতাবস্থায়, গ্রাহকদের জন্য এই সংস্থার তরফে এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মারুতি সুজুকি ইন্ডিয়া চলতি মাসে অর্থাৎ, জুলাইতে তাদের S-Presso নামক মাইক্রো SUV-তে দুর্দান্ত ছাড় দিচ্ছে।
মারুতি সুজুকি (Maruti Suzuki) S-Presso-তে মিলেছে দুর্ধর্ষ ছাড়:
অর্থাৎ, চলতি মাসে এই গাড়িটি কিনলে গ্রাহকরা ৬২,৫০০ টাকা পর্যন্ত সুবিধা পাবেন। আসলে, কোম্পানিটি (Maruti Suzuki) S-Presso-র AMT ভেরিয়েন্টে সর্বোচ্চ ৬২,৫০০ টাকা ছাড় দিচ্ছে। এর পাশাপাশি, এই গাড়ির ম্যানুয়াল এবং সিএনজি ভেরিয়েন্টগুলিতে ৫৭,৫০০ টাকার নগদ ছাড় দেওয়া হচ্ছে। মূলত, কর্পোরেট ডিসকাউন্ট এবং স্ক্র্যাপপেজ বোনাসের মতো অন্যান্য সুবিধাগুলি সমস্ত ভেরিয়েন্টের ক্ষেত্রেও সমান। জানিয়ে রাখি যে, S-Presso-র এক্স-শোরুম দাম ৪.২৬ লক্ষ টাকা থেকে ৬.১১ লক্ষ টাকা পর্যন্ত। এখন এই গাড়িতে ৬ টি এয়ারব্যাগের সুরক্ষাও রয়েছে।
মারুতি S-Presso-র ফিচার্স এবং স্পেসিফিকেশন: এই গাড়িটিতে (Maruti Suzuki) ১.০-লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে। ওই ইঞ্জিনটি ৬৮ PS শক্তি এবং ৮৯ NM টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনের পাশাপাশি একটি ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন স্ট্যান্ডার্ডও রয়েছে। এদিকে, ৫-স্পিড AMT গিয়ারবক্সের বিকল্পও উপলব্ধ রয়েছে। এই ইঞ্জিনের পাশাপাশি রয়েছে CNG কিটের বিকল্পও। সিএনজি মোডে, এই ইঞ্জিনটি ৫৬.৬৯ PS শক্তি এবং ৮২.১ NM টর্ক উৎপন্ন করে। এর পাশাপাশি শুধুমাত্র ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের বিকল্পও পাওয়া যায়।
আরও পড়ুন: বাঁধ নয়! সীমান্তের কাছে তৈরি হচ্ছে “ওয়াটার বোম”, চিনের কর্মকাণ্ডে উদ্বেগ বাড়ছে ভারতের
মাইলেজ: এবারে আসি মারুতি সুজুকি (Maruti Suzuki) S-Presso-র মাইলেজ সম্পর্কে। এর পেট্রোল এমটি ভেরিয়েন্টের মাইলেজ প্রতি লিটারে ২৪ কিমি, পেট্রোল এমটি ভেরিয়েন্টের মাইলেজ প্রতি লিটারে ২৪.৭৬ কিমি এবং CNG ভেরিয়েন্টের মাইলেজ প্রতি লিটারে ৩২.৭৩ কিমি। জানিয়ে রাখি যে, চলতি মাসে কোম্পানি S-Presso-তে ৬১,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। এই ছাড়টি গাড়িটির সমস্ত ভেরিয়েন্টে পাওয়া যাবে।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নারাজ! ধাওয়ান-রায়নাদের দাবি মেনে ম্যাচ বাতিল করে ক্ষমা চাইল WCL
রয়েছে দুর্ধর্ষ ফিচার্স: মারুতি সুজুকি (Maruti Suzuki) S-Presso-তে অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি সহ ৭ ইঞ্চির একটি ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। এর পাশাপাশি রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ এবং কি-লেস এন্ট্রি স্ট্যাবিলিটি প্রোগ্রাম, হিল হোল্ড অ্যাসিস্ট, ইলেকট্রিক অ্যাডজাস্টেবল ORVM এবং কেবিনে এয়ার ফিল্টারের মতো ফিচার্সগুলিও রয়েছে।
সতর্কীকরণ: এই প্রতিবেদনে উপরিউক্ত গাড়িটির দামে ছাড়ের বিষয়টি বিভিন্ন প্ল্যাটফর্মে উপলব্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপিত করা হয়েছে। এই ছাড় আপনার শহর বা ডিলারের ক্ষেত্রে কমবেশি হতে পারে। তাই, গাড়ি কেনার আগে, ছাড় সম্পর্কিত সমস্ত বিবরণ ভালোভাবে জেনে নিন।