‘বিনা পয়সায়’ যান না তৃণমূলীরা, ভিডিও প্রকাশ করে খোঁচা সুকান্তর, ২১-এর আগে অস্বস্তিতে শাসক শিবির

Updated on:

Updated on:

বাংলাহান্ট ডেস্ক : রাত পোহালেই ২১ শে জুলাই। তৃণমূলের শহিদ সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতির ব্যস্ততা তুঙ্গে। বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরাও আসতে শুরু করে দিয়েছেন। এর মাঝেই হঠাৎ বোমা ফাটালেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তৃণমূলের দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার সভাপতি সুভাষ ভাওয়ালের একটি ভিডিও শেয়ার করে বড়সড় অভিযোগ এনেছেন তিনি। বিনা পয়সায় একুশের সমাবেশে যাওয়ার মতো কেউ তাঁদের মধ্যে নেই বলে নাকি মন্তব্য করেছেন তৃণমূল নেতা, দাবি সুকান্তের (Sukanta Majumdar)।

তৃণমূল নেতার বিষ্ফোরক ভিডিও প্রকাশ করলেন সুকান্ত (Sukanta Majumdar)

ব্যাপারটা ঠিক কী হয়েছে? এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেখানে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়ালকে বলতে শোনা যাচ্ছে, ‘আমরা জানি এই ঘরে যাঁরা আছেন, তাঁরা কেউ আর এখন বিনা পয়সায় যান না। তাঁরা এখন শুধু টাকা বোঝেন, বিনা পয়সায় যাওয়ার লোক এঁরা নন। এঁরা কেউ এসি, কেউ বাসে, কেউ ট্রেনে যাওয়ার ব্যবস্থা করে নিয়েছেন বা করবেন’। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট।

Sukanta Majumdar shared a video of tmc district president

শাসক শিবিরকে খোঁচা সুকান্তর: ভিডিওটি শেয়ার করে কটাক্ষের সুরে রাজ্যের শাসক দলকে বিঁধেছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর কথায়, ‘২১ জুলাই-এর প্রস্তুতি বৈঠকে খোদ তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার সভাপতি সুভাষ ভাওয়ালই স্পষ্টভাবে বলে দিচ্ছেন, তাঁদের নেতা-কর্মীদের মধ্যে কেউই নাকি বিনা পয়সায় যাওয়ার লোক নেই! তারা (@AITCofficial কর্মীরা) নাকি কেবলমাত্র ‘টাকা’ বোঝে…’।

আরও পড়ুন : ‘আমার গণ্ডি রাজ্যের মধ্যে, যাঁরা ন্যাশনাল লিডার…’, হঠাৎ এমন কেন বললেন শুভেন্দু?

ভিডিও ঘিরে চাঞ্চল্য: মুখ ফসকে ‘সত্যি’ কথাটা বলে দিয়েছেন বলে কটাক্ষ করেছেন সুকান্ত (Sukanta Majumdar)। খোঁচা দিয়ে তিনি লিখেছেন, ‘সহজেই বোধগম্য যে, জেলাতে শাসকদলের একান্ত সাংগঠনিক বৈঠকে যদি দলের জেলা সভাপতির মুখ ফসকে এমন কঠিন সত্য কথা বেরিয়ে যায়, তাহলে আগাগোড়া সংগঠন কিসের উপর দাঁড়িয়ে আছে! উপর থেকে নিচের স্তর পর্যন্ত সম্পূর্ণ ‘লেনদেন’ নির্ভর যে দলের নেতৃত্ব নিজের কর্মীদের আদর্শেরই গ্যারান্টি দিতে পারে না, তাদের উপর বাংলার খেটে খাওয়া জনগণ কতটা বিশ্বাস করতে পারবে!’

আরও পড়ুন : মোদীর সভার পরই শুরু তৃণমূল বনাম বিজেপি! মাঠে ধান পুঁতে প্রতিবাদে TMC বিধায়ক, পালটা বালি দুর্নীতি নিয়ে ময়দানে BJP

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ব্লক, বুথ এবং জেলা স্তরে শৃঙ্খলা রক্ষা কমিটির কাজে তৎপরতা এনেছে তৃণমূল। দলে সকলেই সমান, তবে শীর্ষ নেতৃত্বই শেষ কথা, একথা সকলকে পাখি পড়ানোর মতো করে পড়ানো হচ্ছে। বিশেষ করে বিরোধীরা যাতে কিছু বলার সুযোগ না পায়, তেমন ভাবেই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছিল। কিন্তু দলের সর্ববৃহৎ সমাবেশের ঠিক আগেই এমন একটা ঘটনায় শাসক শিবির অস্বস্তিতে পড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।