বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানি (Mukesh Ambani)। তাঁর রিলায়েন্স (Reliance) সাম্রাজ্য ক্রমেই বিস্তার করে চলেছেন বিভিন্ন ক্ষেত্রে। তেল উৎপাদন, গ্যাস, পোশাক, ইলেকট্রনিক্স থেকে টেলিকম ক্ষেত্রেও ফুলেফেঁপে উঠছে ব্যবসা। তবে সাম্প্রতিক সময়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রির আয়ের ক্ষেত্রে এক বড়সড় পরিবর্তন হয়েছে। বদলে গিয়েছে সংস্থার মূল আয়ের উৎস। এখন কোন ক্ষেত্রে সবথেকে বেশি আয় হচ্ছে অম্বানির (Mukesh Ambani)?
প্রকাশ্যে মুকেশ অম্বানির (Mukesh Ambani) রিলায়েন্সের আয়ের রিপোর্ট কার্ড
সম্প্রতি প্রকাশ্যে এসেছে রিলায়েন্সের ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট। আর সেখানেই দেখা গিয়েছে, বড়সড় পরিবর্তন ঘটে গিয়েছে সংস্থায়। আগে তেল উৎপাদন এবং গ্যাস থেকে মূল আয় হত সংস্থার। এখন তা বদলে গিয়েছে টেলিকম, ডিজিটাল ক্ষেত্রে। রিপোর্ট বলছে, ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে EBITDA বাবদ মুকেশ অম্বানির (Mukesh Ambani) রিলায়েন্সের আয় হয়েছে ৫৮ হাজার ২৪ কোটি টাকা। নেট প্রফিট প্রায় ৩০ হাজার ৭৮৩ কোটি টাকা। কিন্তু হিসেব বলছে, তেল এবং গ্যাস থেকে কোম্পানি যতটা যা আয় হয়েছে তার থেকে ঢের বেশি অর্থ এসেছে টেলিকম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং রিটেল স্টোর থেকে।
আয়ের ক্ষেত্রে বিরাট বদল: রিপোর্ট অনুযায়ী, চলতি অর্থবর্ষে রিলায়েন্সের লক্ষ্মীলাভ হয়েছে জিও টেলিকম এবং জিও প্ল্যাটফর্ম লিমিটেড থেকে। এই দুই ক্ষেত্রে আয়ের অঙ্ক ১৮ হাজার ৩১২ কোটি টাকা, যা কিনা মোট আয়ের প্রায় ৩২ শতাংশ। বর্তমানে দেশে টেলিকম ব্যবহারকারীদের মধ্যে রিলায়েন্স জিও-র গ্রাহক রয়েছে একটা বড় অংশ। সমীক্ষা বলছে, জিও ৫ জি ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি পেরিয়ে গিয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি হোম ব্রডব্যান্ডেও হু হু করে বাড়ছে গ্রাহক। ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যাও পৌঁছেছে ২০ মিলিয়নে।
গত বছরের তুলনায় বেড়েছে আয়: বর্তমানে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার ২০৮.৮ টাকায় পৌঁছে গিয়েছে। সেই সঙ্গে বেড়েছে আয়। গত বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেড়েছে আয়। রোজগার বেড়েছে অম্বানির (Mukesh Ambani) সংস্থার রিটেল কারবার। গত বছরের তুলনায় বেড়েছে আয়। প্রায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৩৮১ কোটি টাকায় পৌঁছেছে।
আরও পড়ুন : ‘বিনা পয়সায়’ যান না তৃণমূলীরা, ভিডিও প্রকাশ করে খোঁচা সুকান্তর, ২১-এর আগে অস্বস্তিতে শাসক শিবির
প্রথম ত্রৈমাসিকে রিলায়েন্স রিটেল ক্ষেত্রে আয় ৮৪ হাজার ১৭১ কোটি টাকা। শতাধিক নতুন দোকান খোলা হয়েছে। রিটেল ক্ষেত্রে বিপুল আয় হচ্ছে অম্বানির। অন্যদিকে অয়েল টু কেমিক্যাল ক্ষেত্রে গত ত্রৈমাসিকে উঠে এসেছিল ১৪ হাজার ৫১১ কোটি টাকা। তবে এবারে আয় সামান্য কমেছে বলে রিপোর্টে প্রকাশ। প্রায় ১.৫ শতাংশ আয় কমেছে এই সেগমেন্টে।