বাংলা হান্ট ডেস্ক: রূপচর্চা করতে আমরা সকলেই কমবেশি ভালোবাসি (Skin Care)। আর এই রূপচর্চার দুনিয়ায় বর্তমানে জনপ্রিয় গ্লাস স্কিন (Glass Skin)। এই গ্লাস স্কিন পাওয়ার স্বপ্ন সকলের থাকে। যার জন্য অনেকে আবার দামি দামি প্রোডাক্ট ব্যবহার করে। কেউ আবার ঘরোয়া রূপচর্চার ওপরই ভরসা রাখেন। তবে চকচকে ত্বক পেতে খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই। আজ আপনাদের সঙ্গে বাড়িতে থাকা এমন কিছু উপাদানের কথা বলব। যা দিয়ে আপনিও পেতে পারেন কোরিয়ানদের মত সুন্দর চকচকে ত্বক। এই ত্বক পেতে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে।
ঘরোয়া পদ্ধতিতে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পান এইভাবে (Skin Care)
হাতে গুনে আর কয়েকটা দিন। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। শুধু নতুন জামা পড়লে বা মেক-আপ করলেই তো হবে না। ভেতর থেকেও থাকতে হবে উজ্জ্বল। তাহলেই তো মানাবে মেকআপ। আপনি যদি এবার পুজোয় সকলকে তাক লাগাতে চান, তাহলে কিছু নিয়ম মেনে চলুন। এই নিয়ম গুলো মানলেই আপনি পাবেন কোরিয়ানদের মতো ঝকঝকে ত্বক (Korean Glass skin) মাত্র ৭ দিনে। কিভাবে সম্ভব, জানুন
ত্বক ভালো রাখতে প্রয়োজন ডবল ক্লিনজিং। বিশেষ করে রাত্রিবেলা ডবল ক্লিনজিং করা একান্ত প্রয়োজন। কারন এতে সারাদিনের ত্বকের মধ্যে জমে থাকা ময়লা দূর হয়। ডবল ক্লিনজিং এর পর প্রয়োজন হয় টোনারের। টোনার হিসাবে চাল ধোয়ার জল খুব উপকারী। এতে ত্বক হাইড্রেট থাকে।
আরও পড়ুন: হোম লোন নেবেন ভাবছেন! বাড়ি কেনার আগে এই ৭টি বিষয় অবশ্যই জেনে রাখুন
পাশাপাশি কোরিয়ায় রাইস ওয়াটারের প্রচলন বেশি। আপনি চাইলে রাইস ওয়াটার বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তার জন্য আপনাকে ১৫ থেকে ৩০ মিনিট চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। এরপর এই চাল ধোয়া জল মুখে দিতে পারেন। রাইস ওয়াটার ব্যবহার করলে আপনার ত্বক উজ্জ্বল হবে। পাশাপাশি কালো দাগ মিলিয়ে যাবে।
এছাড়াও, রাইস ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। ফেস প্যাক অথবা ফেস মাস্ক তৈরী করার জন্য চালের গুঁড়ো, দই ও মধু ব্যবহার করুন। এই তিনটি উপকরন একসঙ্গে মিশিয়ে মুখে মেখে ১৫-২০ মিনিট পর তা ধুয়ে ফেলুন। এরফলে একদিকে যেমন আপনার ত্বকের এক্সফোলিয়েশন হবে। পাশাপাশি ডেড স্কিন দূর করবে, তেমনই ত্বক উজ্জ্বল ও মসৃণ করবে। এছাড়াও, সপ্তাহে দুদিন অ্যালোভেরা জেলের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে মাখেন তাহলেও আপনার ত্বক উজ্জ্বল হবে।