অসুস্থতা সত্ত্বেও একুশের মঞ্চে সৌমিতৃষা, ২৬-এর আগে নতুন মুখের চমক! সমাবেশ ঘিরে বাড়ছে জল্পনা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : তৃণমূলের শহিদ দিবসের (TMC 21 July) সমাবেশ এখন আর শুধু রাজনৈতিক মহলে সীমাবদ্ধ নেই। বিনোদন জগৎ রাজনীতির সঙ্গে মেশার পর থেকেই প্রতি বছর ২১ শে জুলাই (TMC 21 July) বাংলা বিনোদুনিয়ার বহু পরিচিত মুখকে দেখা যায় শাসক দলের মঞ্চে। তারকা বিধায়ক, সাংসদ থেকে বড়পর্দা-ছোটপর্দা এবং সঙ্গীত জগতেরও বহু চেনা পরিচিত মুখদের দেখা মেলে সমাবেশে। অনেক নতুন নাম যুক্তও হয় দলের সঙ্গে। এবছরের দৃশ্যটা কেমন হতে চলেছে?

একুশে জুলাইয়ের (TMC 21 July) সমাবেশের দায়িত্বে বদল

উল্লেখ্য, প্রতি বছরই সমস্ত অভিনেতা, পরিচালক, প্রযোজকদের একজোট করে সমাবেশে (TMC 21 July) নিয়ে আসার দায়িত্ব থাকে রাজ চক্রবর্তী, পরিচালক সুদেষ্ণা রায় এবং অভিনেতা দিগন্ত বাগচীর উপরে। কিন্তু এবার নাকি দায়িত্বে খানিক রদবদল হয়েছে। অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় জানান, এবারে সেই দায়িত্ব পালন করেছেন সাংসদ দোলা সেন। কেন এমন বদল?

Which celebs will be seen on tomorrow tmc 21 july program

কারা কারা উপস্থিত থাকবেন: আনন্দবাজার অনলাইনকে সাংসদ জুন মালিয়া জানান, পরিচালক বিধায়ক রাজের দায়িত্ব বেড়েছে। বলিউডেও পৌঁছেছে তাঁর প্রযোজনা সংস্থা। তাই এবার তিনি এই দায়িত্ব থেকে সরেছেন। যদিও এর মধ্যেও নাকি নিজের বিধানসভা এলাকা ব্যারাকপুরে প্রস্তুতি সভা করেছেন রাজ। একুশে জুলাইও (TMC 21 July) উপস্থিত থাকবেন তিনি। থাকছেন কাঞ্চন মল্লিকও। জুনের কথায়, আগামী বছর বিধানসভা নির্বাচন হওয়ায় এবারের সমাবেশের (TMC 21 July) গুরুত্ব আরও বেশি। তাই যাঁরা গতবার উপস্থিত থাকতে পারেননি, তাঁরা এবার আসার চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : কয়েক হাজার কোটি টাকার সাম্রাজ্য, মুকেশ অম্বানির সবথেকে বেশি আয় কীসে হয় জানেন?

অসুস্থতা নিয়েই থাকছেন সৌমিতৃষা: অন্যদিকে সুভদ্রা জানান, এবছর নাকি বেশ কয়েকজন নতুন মুখও থাকতে পারেন সমাবেশে (TMC 21 July)। যদিও তাঁরা কারা তা অবশ্য খোলসা করেননি তিনি। তিনি এও জানান, অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) যাঁকে ইদানিং শাসক দলের বেশিরভাগ সভা সমাবেশেই (TMC 21 July) দেখা যায়, তিনি অসুস্থতা সত্ত্বেও আগামীকাল থাকবেন বলে জানিয়েছেন। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ভিভান ঘোষও তৃণমূলের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। প্রতি বছরই তিনি উপস্থিত থাকেন একুশে জুলাইয়ের সমাবেশে। এবারও তার অন্যথা হবে না।

আরও পড়ুন : মোটা টাকায় কেনা সোনা নকল নয় তো? ঘরে বসেই যাচাই করুন এই সহজ উপায়ে

অভিনেতা দিগন্ত বাগচী জানান, শুটিংয়ের চাপ সামলে যেতে পারলে অবশ্যই যাবেন। উল্লেখ্য, প্রতিবার সকলে সকাল ৯টার মধ্যে উপস্থিত হন নন্দনে। তারপর বাসে করে একসঙ্গে পৌঁছান সমাবেশে। এবারও তেমনটাই করবেন বলে জানান সুভদ্রা।