শেষবার জিতেছিল ধোনির দল! ১২ বছর পর ফের শুরু হতে চলেছে এই T20 লিগ

Published on:

Published on:

A big update has come out regarding T20 cricket.

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট অনুরাগীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, সিঙ্গাপুরে চলমান ICC-র বৈঠক থেকে একটি বড় খবর মিলেছে। বর্তমানে একাধিক দেশে T20 লিগ (T20 Cricket) খেলা হয়। তবে, এবার আরেকটি T20 লিগ ফিরে আসতে চলেছে। ২০১৪ সালের পর এই লিগ বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এখন এটি আবার শুরু হতে চলেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই লিগে একাধিক দেশের ফ্র্যাঞ্চাইজি দল অংশগ্রহণ করে। এমতাবস্থায়, ওই লিগ ক্রিকেট বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে এবং T20 ফরম্যাটের জনপ্রিয়তাও বৃদ্ধি করে।

১২ বছর পর ফের শুরু হতে চলেছে এই T20 লিগ (T20 Cricket):

১২ বছর পর আবার শুরু হতে চলেছে এই T2O লিগ: জানিয়ে রাখি যে, গত দুই দশকে T20 ফরম্যাট (T20 Cricket) ক্রিকেট জগতকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। এই ফরম্যাটের দ্রুত গতি, উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং বিনোদন এটিকে ক্রিকেট অনুরাগীদের কাছে জনপ্রিয় করে তুলেছে। এমতাবস্থায়, এবার T20 চ্যাম্পিয়ন্স লিগও ফিরে আসতে চলেছে। যেখানে বিশ্বের শীর্ষস্থানীয় T20 ফ্র্যাঞ্চাইজি দলগুলি একে অপরের বিরুদ্ধে খেলবে। মিডিয়া রিপোর্ট অনুসারে, আগামী বছরের সেপ্টেম্বরে T20 চ্যাম্পিয়ন্স লিগ পুনরায় শুরু হবে।

A big update has come out regarding T20 cricket.

T20 চ্যাম্পিয়ন্স লিগের প্রথম মরশুম শুরু হয়েছিল ২০০৮ সালে এবং শেষ মরশুমটি সম্পন্ন হয়েছিল ২০১৪ সালে। ওই মরশুমে এমএস ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস জিতেছিল। এদিকে, দ্য সিডনি মর্নিং হেরাল্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, ICC-র বৈঠকে সদস্যদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের T20 ফরম্যাট (T20 Cricket) প্রত্যাবর্তনের বিষয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন: চিনের EV বাজারে ধামাকাদার “এন্ট্রি” নিল এই ভারতীয় কোম্পানি! শেয়ারেও দেখা যাবে অ্যাকশন

ICC-র সদস্যরা এই T20 লিগটি (T20 Cricket) পুনরায় শুরু করার বিষয়ে একমত ছিলেন। এদিকে, রিপোর্টে আরও বলা হয়েছে যে ও, আগামী বছরের সেপ্টেম্বরে এটি আবার চালু করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ৩২ কিমির বেশি মাইলেজ, অথচ দাম ৪.৫ লক্ষেরও কম! Maruti Suzuki-র এই গাড়িতে মিলছে ৬৭,৫০০ টাকার ছাড়

খেলোয়াড়রা একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে: এদিকে, এই লিগ (T20 Cricket) ফিরে এলে খেলোয়াড়রাও একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। বিশ্বের শীর্ষস্থানীয় কিছু T20 খেলোয়াড় প্রতি বছর কমপক্ষে ২ টি এবং প্রায়শই ৪ বা ৫ টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করে। এমন পরিস্থিতিতে, তাঁদের সিদ্ধান্ত নিতে হবে যে, তাঁরা T20 চ্যাম্পিয়ন্স লিগে কোন ক্লাবের হয়ে খেলবেন।