দাম্পত্য জীবনে কলহ, কাঠি করছে শুক্র! সাংসারিক সুখ বজায় রাখতে স্ত্রী’ কে দিন এই নির্দিষ্ট উপহার

Published on:

Published on:

Ajker Rasifal Symptoms of weak venus and tips to make it strong in your birth chart

বাংলা হান্ট ডেস্ক:  রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অংশ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের অথবা গোটা জীবনের ব্যাপারে। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।এছাড়াও, রাশিফল (Ajker Rasifal)গণনা করা হয় শুক্রের অবস্থানের উপরে ভিত্তি করে। তাই শুক্রের ওপর নির্ভর করে জন্ম ছক। এই জন্মছকের উপর নির্ভর করে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। অথবা কেমন যাবে তাদের সময়।

 কাঠি করছে শুক্র! সম্পর্কক্ষেত্রে পড়ছে খারাপ প্রভাব, স্ত্রীকে নির্দিষ্ট একটি জিনিস উপহার দিলেই হবে বাজিমাত (Ajker Rasifal)

জ্যোতিষশাস্ত্র মতে, শুক্র হল নান্দনিকতা, সৃজনশীলতা, দাম্পত্যসুখ ও শয্যাসুখ প্রভৃতির গ্রহ। শুক্র প্রধানত আমাদের সম্পর্ক, ভোগবিলাস, আরাম-আনন্দ এবং সৃষ্টিশীলতার প্রতীক। এছাড়াও, নবগ্রহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হল শুক্র। এই শুক্রের সুপ্রভাবে জীবন সুখের হয়।

তেমনি শুক্রের প্রভাব যদি খারাপ হয় তাহলে সম্পর্কেরক্ষেত্রে প্রভাব বেশি পড়ে। সাজানো সংসার ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। যদি জন্মছকে শুক্র দুর্বল থাকে তাকে বাগে আনা সম্ভব। তবে আগে জেনে নিন জীবনে কী কী লক্ষণ দেখলে বুঝবেন যে শুক্র আপনার থেকে মুখ ফেরাচ্ছে।শুক্র দুর্বল হলে আপনি সন্তানসুখ থেকে বঞ্চিত হতে পারেন। আপনাদের দাম্পত্য জীবনে আসতে পারে অসুখের ছায়া। এছাড়াও, সম্পত্তিহানি ও আর্থিক সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। পাশাপাশি পরকীয়ার প্রতি ঝুঁক বেড়ে যায়।

Ajker Rasifal Symptoms of weak venus and tips to make it strong in your birth chart

আরও পড়ুন: দাপুটে নেতার বিরুদ্ধে মিছিল থেকেই উঠল ‘চোর চোর’ স্লোগান, সভা শুরুর আগে হইহই কান্ড তৃণমূলের অন্দরে

শুক্র দুর্বল থাকা জাতক জাতিকা অল্পতেই রেগে যান।এদের ধৈর্যের পরিমাণ ভীষণ কম থাকে। এছাড়াও, শুক্র দুর্বল থাকলে শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্য রাখার প্রয়োজন। যার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পাশাপাশি আর্থিক দিক থেকে সমস্যা দেখা যায়। এছাড়াও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। কোনও সন্দেহজনক আর্থিক ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকা প্রয়োজন।

শুক্র যদি দুর্বল থাকে তাহলে তাকে শক্তিশালী করার কয়েকটি উপায় রয়েছে। যা নিচে আলোচনা করা হলো। শুক্র দুর্বল থাকলে প্রতিদিন সকালে গরুকে একটি করে রুটি খাওয়াতে পারেন। অথবা বিবাহ বার্ষিকীর দিনে বা স্ত্রীর জন্মদিনে তাকে হিরের আংটি উপহার দিতে পারেন। এতে ভাগ্য বদলে যাবে।