জলসার মহালয়ায় বিরাট চমক, এবারে কে হচ্ছেন দুর্গা? প্রোমোতে মিলল আভাস

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : এগিয়ে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এবারে পুজোর দিনক্ষণ বলছে, অনেকটা এগিয়ে এসেছে পুজো। সেপ্টেম্বরের শেষেই মহালয়া। আর সেই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন চ্যানেলে (Serial)। আর এবার প্রথম সারির চ্যানেলের মহালয়া (Mahalaya) অনুষ্ঠানের জন্য প্রকাশ্যে এল কাস্টিং।

স্টার জলসার (Serial) মহালয়ার অনুষ্ঠানে বড় সারপ্রাইজ

প্রতি বছরই টেলিভিশনে (Serial) মহালয়া অনুষ্ঠানকে ঘিরে থাকে আলাদা উন্মাদনা। কোন চ্যানেলে কে দুর্গা হবেন তা নিয়ে চলতে থাকে জল্পনা কল্পনা। প্রথম সারির অন্যতম চ্যানেল স্টার জলসা প্রতিবারই কোনও না কোনও চমক দেয়। শোনা যাচ্ছে, এবছরও তাদের কাস্টিংয়ে থাকছে বড়সড় সারপ্রাইজ।

Who will be maa durga in star jalsha serial mahalaya

মহাদেবের ভূমিকায় পরশুরাম: সম্প্রতি মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের প্রথম প্রোমো প্রকাশ্যে আনা হয় জলসার তরফে। যদিও সেটি এআই দ্বারা তৈরি হওয়ায় বোঝা যায়নি কে দুর্গা হচ্ছেন। তবে টেলিপাড়ার গুঞ্জন বলছে, ‘পরশুরাম’ (Serial) খ্যাত অভিনেতা ইন্দ্রজিৎ বসুকে দেখা যাবে মহাদেবের ভূমিকায়। আর প্রত্যেক বারের মতো চ্যানেলের বিভিন্ন সিরিয়ালের (Serial) অভিনেত্রীরা থাকছেন মহামায়ার বিভিন্ন রূপ হিসেবে।

আরও পড়ুন : অসুস্থতা সত্ত্বেও একুশের মঞ্চে সৌমিতৃষা, ২৬-এর আগে নতুন মুখের চমক! সমাবেশ ঘিরে বাড়ছে জল্পনা

জল্পনা রয়েছে অব্যাহত: যদিও কানাঘুষো শোনা যাচ্ছে, গত কয়েক বছরের মতো এবারও জলসার মহালয়ার অনুষ্ঠানে অভিনেত্রী কোয়েল মল্লিককেই দেখা যাবে মা দুর্গা রূপে। মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে তাঁকে দুর্গা রূপে বেশ পছন্দ করেন দর্শকরা। তাই এবছরও কোয়েলকেই দুর্গা রূপে দেখার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন দর্শকদের একাংশ।

আরও পড়ুন : রূপে-গুণে টেক্কা দেবে গঙ্গার ইলিশকে, কোন জাদুতে এত স্বাদ পদ্মার ইলিশে?

প্রসঙ্গত, শাস্ত্র মতে এবছর মা দুর্গা আসছেন গজে। স্টার জলসার প্রোমোতেও মিলেছে তাঁর ছোঁয়া। প্রথম প্রোমো বেশ নজর কেড়েছে দর্শকদের। এবার অনুষ্ঠানে কে দুর্গা হচ্ছেন তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।