বাংলা হান্ট ডেস্কঃ আজ ২১ জুলাই (21 July), শহিদ দিবসে ধর্মতলায় তৃণমূলের সমাবেশ। এবার (TMC Shahid Diwas) ৩১ পেরিয়ে ৩২ বছরে পদার্পণ করেছে শহিদ তৰ্পন দিবস। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। জেলাগুলি থেকে প্রচুর তৃণমূল কর্মী-সমর্থক জড়ো হচ্ছেন কলকাতায়। হাওড়া স্টেশনে ভিড় উত্তরবঙ্গের মানুষের। মহানগরীর বুকে ঢল নেমেছে জোড়াফুলের সমর্থকদের। এত মানুষ কী খাবেন? তাদের জন্য কী ব্যবস্থা করা হয়েছে তৃণমূলের তরফে?
একুশে জুলাইয়ের (21 July) মেনুতে রয়েছে চমক
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। আর সভা শুরুর আগে বর্তমানে চলছে ভোজের জমজমাট আয়োজন। সূত্রের খবর উত্তর হাওড়ায় শ্যাম গার্ডেন প্রায় ২০ হাজার তৃণমূল কর্মী-সমর্থকদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। ২১শে জুলাইয়ের সকালে তাদের ব্রেকফাস্টে কী রয়েছে? সামনে এল মেনু।
গতকাল রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায় এবং হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী শ্যাম গার্ডেনে গিয়ে রান্নার কাজ খতিয়ে দেখেন। তৃণমূল সুপ্রিমোর ডাকে দূরদূরান্ত থেকে ট্রেনে বাসে চেপে হাজির হয়েছেন দলের নেতা, কর্মী, সমর্থকরা। তাদের আয়োজনে যাতে কোনো রকম ত্রুটি না হয় সেই দিকে নজর রয়েছে সকলের।
আরও পড়ুন: দাপুটে নেতার বিরুদ্ধে মিছিল থেকেই উঠল ‘চোর চোর’ স্লোগান, সভা শুরুর আগে হইহই কান্ড তৃণমূলের অন্দরে
আরও পড়ুন: কিছুক্ষণেই মমতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা! রায় দেবে প্রধান বিচারপতির বেঞ্চ
জানা গিয়েছে এবারের মেনুতে রয়েছে ভাত এবং ডিম আলুর তরকারি। আর সকালে দেওয়া হবে গরম গরম খিচুড়ি। তারপর ধর্মতলার উদ্দেশে রওনা। তৃণমূলের এই সমাবেশে প্রতিবারই দুপুরের খাবারের মেনুতে থাকে ঝুরঝুরে সাদা ভাত, ডিমের ঝোল। বিরোধীদের কথায় ‘ডিম্ভাত’। ২১ জুলাই তৃণমূলের সমাবেশে ঐতিহ্যবাহী ডিম-ভাতের (Dim Bhat) যুগলবন্দী যে থাকবেই সেই বিষয়ে কারও সন্দেহের অবকাশ নেই। তবে রয়েছে অন্য চমক।