“এটাই শেষ…” শহীদ দিবসে বিস্ফোরক বার্তা দিলীপ ঘোষের

Published on:

Published on:

Dilip Ghosh organizes BJP Shahid Divas in Kharagpur

বাংলা হান্ট ডেস্কঃ ২১ জুলাইয়ের মঞ্চে তাঁর উপস্থিতি নিয়ে জল্পনা চলছিল বহুদিন ধরেই। দলবদলের সম্ভাবনা নিয়েও গুঞ্জন থামছিল না। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে, একদম নিজের পরিচিত ঢঙেই সোমবার সকালে সামনে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তৃণমূলের ‘শহিদ দিবস’ পালনের দিনে তিনি আয়োজন করলেন বিজেপির শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা। আর সেই মঞ্চ থেকেই উঠে এল রাজনৈতিক বার্তা।

খড়গপুরেই দিলীপ ঘোষের (Dilip Ghosh) পাল্টা কর্মসূচি

নিজের প্রথম নির্বাচিত কেন্দ্র খড়গপুরে দলীয় কর্মীদের সঙ্গে সোমবার সকালেই ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা’ করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর কথায়, “তৃণমূল শহিদ দিবস পালন করে ঠিকই, কিন্তু শহিদ তো আমাদের হয়েছে। যাঁদের স্মরণ করা হচ্ছে, তাঁরা তো কংগ্রেসের।” তাঁর দাবি, রাজনৈতিক সংঘর্ষে শহিদ হয়েছেন বহু বিজেপি কর্মী, সেই শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ।

‘ডিম ভাতের প্রোগ্রাম’ নয়, শহিদদের প্রতি শ্রদ্ধার বার্তা

দিলীপ ঘোষ (Dilip Ghosh) এদিন বলেন, “ডিম ভাত খাওয়ার অনুষ্ঠান নয়, এটা আমাদের শহিদদের সম্মান জানানোর দিন। তৃণমূল একদিন নিজেরাই শহিদ হয়ে যাবে, আমার মনে হয় ২০২৬ সালেই সেটা হবে।” রাজ্য রাজনীতিতে ফের সক্রিয়ভাবে ফিরছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), এটা তাঁর বক্তৃতা এবং কর্মসূচি থেকেই স্পষ্ট।

Dilip Ghosh organizes BJP Shahid Divas in Kharagpur

আরও পড়ুনঃ কোন কোন পথে চলছে তৃণমূলের মিছিল? বেরোনোর আগে জানুন আজকের ট্রাফিক আপডেট

২১ জুলাইয়ের মতো দিনেও দলীয় অবস্থান থেকে একচুল না সরেই তিনি বুঝিয়ে দিলেন, বিজেপি (BJP) নিজের পথে চলবে। দিল্লিতে সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠকের পরে রাজ্য রাজনীতিতে এটাই দিলীপ ঘোষের (Dilip Ghosh) নতুন সক্রিয় রূপ বলে মনে করছেন রাজনৈতিক মহল। তিনি সরাসরি তৃণমূলের সমালোচনা না করে বলেন, “তাদের শহিদ দিবস যাই হোক, বিজেপি সত্যিকারের শহিদদের কথা মনে রাখতে চায়।”