২১ জুলাইয়ের সভা থেকে বিরোধীদের বিরুদ্ধে চরম বার্তা, একসাথে গর্জে উঠলেন মমতা-অভিষেক

Published on:

Published on:

Mamata Banerjee warns of mass protest over voter list fraud

বাংলা হান্ট ডেস্কঃ ২১ জুলাইয়ের শহিদ মঞ্চে আবেগ, প্রত্যয় আর হুঙ্কারে ভেসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২১ জুলাইয়ের আন্দোলন থেকে বাংলায় উন্নয়ন, সব কিছু নিয়ে শহিদ মঞ্চ থেকে গর্জে উঠলেন মমতা। তাঁর সুরেই সুর মেলালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপিকে তীব্র আক্রমণ করে বললেন, “বাংলার মানুষকে লাঞ্ছনা করছে ওরা। ১০০ বছরেও বাংলায় জিততে পারবে না বিজেপি।”

সংগ্রামের প্রতীক ২১ জুলাই, বললেন মমতা

মমতা বলেন, “আজকে যদি ২১ জুলাইয়ের (21 July rally) মত আন্দোলন না হত, তা হলে আপনার ভোটাধিকার থাকত না। আমি একজন গরিবের মুখ্যমন্ত্রী, আমরা দু’কোটির বেশি মানুষকে দারিদ্রসীমার (poverty line) উপরে তুলেছি।” তিনি আরও বলেন, “বেকারত্বের হার আমরা ৪০ শতাংশ কমিয়েছি। বিজেপি শুধু হিন্দু-মুসলমান করে। বাংলা হিন্দু-মুসলমানের রাজনীতি বোঝে না, বাংলা মানবতার রাজনীতি বোঝে।” মঞ্চে দাঁড়িয়ে দিল্লিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, আমরা করি।”

এছাড়া বামেদের তীব্র ভাষায় আক্রমন করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘সিপিএম একটা নরকঙ্কালের দল।’

অভিষেকের জোরালো বার্তা বিজেপিকে

অভিষেকের আক্রমণ আরও তীব্র। তাঁর কথায়, “বাংলার মানুষকে গালাগালি করেও ভোটে জিততে পারেনি বিজেপি। আমাদের মতো একটা কর্মীও ওদের নেই। তৃণমূল কর্মী সংগঠনের (Trinamool Congress Organisation) শক্তি বুঝতে পারছে না ওরা।” এরপর অভিষেক আরও স্পষ্ট করে বলেন, “রাজনৈতিকভাবে বিজেপিকে বিসর্জন না দেওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। দিল্লিতে পরিবর্তন না হওয়া পর্যন্ত লড়াই চলবে।”

Mamata Banerjee warns of mass protest over voter list fraud

আরও পতুনঃ ‘মনে হচ্ছে যেন স্বর্গ’, তৃণমূলে ‘ঘর ওয়াপসি’র পর উপলব্ধি রূপাঞ্জনার

একসাথে গর্জে উঠলেন মমতা-অভিষেক

আজ তৃণমূলের শহিদ দিবসে শহিদ মঞ্চ থকে দিকে দিকে ছড়িয়ে পড়েছে তৃণমূলের এই বার্তা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মমতা ও অভিষেকের বক্তৃতা। গেরুয়া শিবিরকে একপ্রকার রণহুঙ্কার ছুড়ে দিল শহিদ দিবসের সভা। মঞ্চে বারবার উচ্চারিত হল, ‘দিল্লি একদিন বদলাবেই।’ আজকের সভার পর বিরোধীরা কি বলে এখন সেটাই দেখার।