ভারতকে “ভয় পাচ্ছে” পাকিস্তান! এশিয়া কাপে পাঠাবে না টিম? হাস্যকর প্রতিক্রিয়া পড়শি দেশের

Updated on:

Updated on:

Will Pakistan send a team to India for the Asia Cup?

বাংলা হান্ট ডেস্ক: আগামী মাসে ভারতে (India) এশিয়া কাপ হকি ২০২৫ সম্পন্ন হতে চলেছে। তবে, এই টুর্নামেন্টে পাকিস্তানি দলের অংশগ্রহণ নিয়ে এখনও সন্দেহ রয়েছে। পাকিস্তানি হকি দল ভারতে এসে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চায় না। ইতিমধ্যেই পাকিস্তান হকি ফেডারেশন (PHF) আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) এবং এশিয়ান হকি ফেডারেশন (AHF) কে জানিয়েছে যে এশিয়া কাপ হকি টুর্নামেন্টে দল পাঠানো তাদের পক্ষে কঠিন হবে।

ভারতে (India) টিম পাঠাতে চাইছে না পাকিস্তান:

PHF চিঠিতে কী জানিয়েছে: মূলত, পাকিস্তান হকি ফেডারেশন এর পেছনে নিরাপত্তার কারণ উল্লেখ করেছে। পাকিস্তান হকি ফেডারেশনের প্রধান তারিক বুগতি জানিয়েছেন যে, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানি দলকে নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে হতে পারে। সেই কারণেই তিনি টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যাপারে দ্বিধা প্রকাশ করেছেন। তাঁর মতে, “আমরা FIH এবং AHF-কে চিঠি লিখেছি যে, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলা আমাদের দলের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আমরা তাদের জানিয়েছি যে আমাদের খেলোয়াড়রা এশিয়া কাপের জন্য ভারতে (India) আসতে আগ্রহী নয়, যা একটি ডাইরেক্ট কোয়ালিফাইং টুর্নামেন্ট।”

Will Pakistan send a team to India for the Asia Cup?

তারিক বুগতি বলেন যে, “এখন এই টুর্নামেন্ট আয়োজন করা এবং পাকিস্তানের ম্যাচগুলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া FIH এবং AHF-এর দায়িত্ব। আমরা তাদের জিজ্ঞাসা করেছি যে, আমাদের খেলোয়াড়রা ভারতে (India) নিরাপদে থাকবে এবং টুর্নামেন্টে মনোযোগ দিতে পারবে তার কোনও নিশ্চয়তা আছে কি?”

আরও পড়ুন: শেষবার জিতেছিল ধোনির দল! ১২ বছর পর ফের শুরু হতে চলেছে এই T20 লিগ

তারিকের প্রতিক্রিয়া হাস্যকর: সামগ্রিকভাবে, তারিক বুগতির বক্তব্য বেশ হাস্যকর বলে মনে হচ্ছে। পাকিস্তান এমন একটি দেশ যারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় এবং তাদের দেশে নিরাপত্তার উদ্বেগ সবচেয়ে বেশি। ভারত ইতিমধ্যেই বড় বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছে এবং সারা বিশ্বের খেলোয়াড়রা ভারতে (India) এসে খেলতে চায়। পাকিস্তান সরকার এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে সম্প্রতি একজন সরকারি উচ্চ অধিকারী জানিয়েছেন যে, পাকিস্তানের দলটি ভারতে আসবে না।

আরও পড়ুন: চিনের EV বাজারে ধামাকাদার “এন্ট্রি” নিল এই ভারতীয় কোম্পানি! শেয়ারেও দেখা যাবে অ্যাকশন

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের আগেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) একই রকম হুমকি দিয়েছিল। তারা প্রথমে তাদের দল ভারতে (India) পাঠাতে অস্বীকার করে। কিন্তু, পরে পাকিস্তানি ক্রিকেট দল ভারতে আসে। সেই টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স খুবই খারাপ ছিল এবং তারা সেমিফাইনালেও পৌঁছতে পারেনি।