তৃণমূলের শহিদ স্মরণে পহেলগাঁওতে নিহত বিতানের বাবা মা, হাজির শহিদ জওয়ানের পরিবার, পেলেন আর্থিক সাহায্য

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাইয়ে পরপর চমক রাজ্যের শাসক দলের। তৃণমূলের ‘শহিদ স্মরণ’ সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগ দিলেন পহেলগাঁওতে নিহত বিতান অধিকারীর (Bitan Adhikari) বাবা মা। দেখা গেল উপত্যকায় শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারকেও। উভয় পরিবারের হাতেই আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় তৃণমূলের তরফে।

পহেলগাঁও হামলায় নিহত হন বিতান অধিকারী (Bitan Adhikari)

গত ২২ এপ্রিল দেশের বুকে ঘটে যায় ভয়াবহ সন্ত্রাসের ঘটনা। পাক মদতপুষ্ট জঙ্গিরা কাশ্মীরের বৈসরণ ভ্যালিতে ঢুকে এসে নাম, ধর্ম জিজ্ঞাসা করে গুলি চালিয়ে হত্যা করে ২৬ জনকে। ওই তালিকাতেই নাম ছিল বিতান অধিকারীর (Bitan Adhikari)। পরিবার পাটুলির বাসিন্দা হলেও কর্মসূত্রে ফ্লোরিডার বাসিন্দা ছিলেন তিনি। দেশে এসে কাশ্মীরে ঘুরতে গিয়ে জঙ্গি হামলায় নিহত হন তিনি। অন্যদিকে ওই ঘটনার পর পরেই জঙ্গিদের খোঁজে অভিযান শুরু হয় উপত্যকায়। সেসময় এনকাউন্টারে উধমপুরে শহিদ হন বীর জওয়ান ঝন্টু আলি শেখ। তাঁর পরিবার তেহট্টের বাসিন্দা।

Bitan adhikari parents came to tmc 21 july event

একুশের মঞ্চে উপস্থিত পরিবার: এই দুই পরিবারই উপস্থিত ছিল একুশে জুলাইয়ের মঞ্চে। দুই পরিবারের হাতেই তুলে দেওয়া হয় ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুই স্বজনহারা পরিবারের পাশে দাঁড়াতে প্রত্যেক তৃণমূল কর্মী ১ টাকা করে আর্থিক সাহায্য করেছেন। এর আগেও অবশ্য বিতান অধিকারীর (Bitan Adhikari) পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তাঁর বাবার নামে একটি পেনশন ফান্ড করে দেওয়ার কথাও জানানো হয়েছিল সরকারের তরফে। সেখানে মাসিক ১০ হাজার টাকা করে পাওয়া যাবে।

আরও পড়ুন : ‘মনে হচ্ছে যেন স্বর্গ’, তৃণমূলে ‘ঘর ওয়াপসি’র পর উপলব্ধি রূপাঞ্জনার

স্ত্রীকে নিয়ে হয়েছিল বিতর্ক: উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর নিহত বিতান অধিকারীর (Bitan Adhikari) স্ত্রীকে নিয়ে একদফা বিতর্কও হয়েছিল। বিতানের পরিবারের তরফে একগুচ্ছ অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। সেই সঙ্গে অভিযোগ উঠেছিল, বিতানের স্ত্রী আসলে বাংলাদেশি। বৈধ কাগজপত্র ছাড়াই এদেশে থাকছিলেন তিনি।

আরও পড়ুন : তৃণমূলের অন্দরেই লুকিয়ে স্বামীর খুনিরা! একুশের সমাবেশে দলের বিরুদ্ধেই বিষ্ফোরক নিহত দুলাল সরকারের স্ত্রী

যদিও তারপরেই কেন্দ্রের উদ্যোগে ভারতীয় নাগরিকত্ব পান সোহিনী অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও প্রথম থেকেই বিতানের পরিবারের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল। কিন্তু এবার সব হিসেব উলটে দিয়ে তৃণমূলের সভা মঞ্চে দেখা গেল বিতানের বাবা মাকে।