বাংলাহান্ট ডেস্ক : বলিউডের ‘হ্যান্ডসাম হাঙ্ক’দের মধ্যে অন্যতম আদিত্য রয় কাপুর (Aditya Roy Kapur)। একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কেও জড়িয়ে চর্চায় উঠে এসেছেন তিনি। তবে অনন্যা পাণ্ডের সঙ্গে তাঁর সম্পর্কটা ভেঙে যাওয়ার পর থেকেই চর্চার কেন্দ্রে রয়েছেন আদিত্য। অনন্যার পর সারা আলি খানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নজর এড়ায়নি কারোরই। এবার এই ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন আদিত্য (Aditya Roy Kapur)।
সারার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে আদিত্যর (Aditya Roy Kapur)
‘মেট্রো ইন দিনো’ ছবিতে সম্প্রতি সারার সঙ্গে জুটি বেঁধেছেন আদিত্য রয় কাপুর (Aditya Roy Kapur)। দুজনের অনস্ক্রিন এবং অফস্ক্রিন দুই রসায়ন নিয়েই চলছে দেদার চর্চা। বিশেষ করে ছবির প্রচারের সময় আদিত্যর সঙ্গে সারার ঘনিষ্ঠতা হয়ে উঠেছিল গসিপের অন্যতম বিষয়। এর আগেও অবশ্য কফি উইথ করণের অনুষ্ঠানে সারা অনন্যাকে জানিয়ে দিয়েছিলেন, তাঁর প্রাক্তনের দিকে কখনও নজর দেবেন না, এমন কথা তিনি দিতে পারছেন না।
রসায়ন নিয়ে জবাব অভিনেতার: সম্প্রতি সারার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন আদিত্য (Aditya Roy Kapur)। এক সাক্ষাৎকারে তিনি বলেন, রসায়ন এমন একটি বিষয় যেটা কখনও পরিকল্পনা করে তৈরি করা যায় না। হয় রসায়ন থাকবে নয়তো থাকবে না। এ তো কোনও জাদু নয়। দর্শকরা এবার যেভাবে বিষয়টা দেখবেন।
আরও পড়ুন : ১০১ বছর বয়সে প্রয়াত কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি. এস. অচ্যুতানন্দন, শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী
কেমন সম্পর্ক সারার সঙ্গে: তবে আদিত্য (Aditya Roy Kapur) বলেন, ছবির পরিচালকদের উপরেও অনেক কিছু নির্ভর করে। সারার সঙ্গে পরিচয়, বন্ধুত্ব নিয়েও মুখ খুলেছেন আদিত্য। তিনি জানান, আগে শুধুমাত্র সামাজিক ভাবেই পরস্পরকে চিনতেন তাঁরা। কিন্তু এখন বিষয়টি বদলেছে।
আরও পড়ুন : ‘খটখটে’ একুশে জুলাই, মঞ্চেই অসুস্থ শতাব্দী রায়, এখন কেমন আছেন সাংসদ?
ছবির জন্যই কাছাকাছি এসেছেন তাঁরা। ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছেন পরস্পরের সঙ্গে। আদিত্যর কথায়, ‘কাজের ক্ষেত্রে সারার সবকিছুই জেনে ফেলেছি। প্রচারের সময় আরও বেশি সময় কাটিয়েছি একসঙ্গে। তখন নিজেদের মতো করেই একে অপরকে চিনেছি’।