বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের আগে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বাঙালি অস্মিতায় শান তৃণমূলের। মমতা থেকে অভিষেক, ভিন রাজ্য়ে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ তুলে সরব হলেন সকলেই। ভাষা ইস্যুতে বিজেপি শাসিত রাজ্য়গুলোকে কড়া ভাষাতেই আক্রমণ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। আর এই নিয়েই এবার পাল্টা আসরে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।
মমতাকে তোপ অভিজিতের | Abhijit Gangopadhyay
মমতা সহ তৃণমূলকে তোপ দেগে অভিজিৎ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করে একুশে জুলাই করেছেন। একুশে জুলাইয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সব বিষয়েই মিথ্যাচার করেন, এক্ষেত্রেও সেরকম একটা মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন।’
অভিজিতবাবু আরও বলেন, ‘আমরা যারা রাজনৈতিক খবরাখবর রাখি বহু দিন ধরে, আমরা এটাকে কোনও গুরুত্ব দিই না। ডেকে এনে, লোকজন ভাড়া করে এনে, বাস এনে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, যদি লোকজন আসে, তাতে কী আছে? এবারে তো আমরা ক্ষমতায় আসব বলেই মনে করছি। ‘
পাল্টা দিলেন কল্যাণ
এদিকে অভিজিতের পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওতো কিছু জানেই না। সিপিএম এর লোক ছিল। ওতো কার্ল মার্কসের ছবি ঝুলিয়ে ঘুরে বেড়াতো। আমরা তখন যুব কংগ্রেস করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছিলেন’। অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির কিছু বোঝেন না বলেও কটাক্ষ করেন কল্যাণ।
আরও পড়ুন: ৫০০ এর মধ্যে ৬৯! সুপ্রিম কোর্টে বকেয়া ২৫% DA মামলা নিয়ে সামনে এল লিস্ট, চাপে রাজ্য
আসরে শমীকও
এদিকে মমতা যখন বাংলা ভাষা রক্ষা নিয়ে বক্তৃতা দিচ্ছেন তখন দাড়িভিটের প্রসঙ্গ তুলে তৃণমূলকে কড়া আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ২০১৮ সালে উর্দু নয়, বাংলার শিক্ষক চেয়ে যখন দাড়িভিটের ছেলেরা আন্দোলন করছিল, তখন তাপস-প্রদীপকে গুলি করে মারার সময়ে, ওনার বাংলার কথা মনে পড়েনি? বিপ্লবের বুকে গুলি লাগার সময়ে বাংলার কথা মনে পড়েনি? শমীক মনে করেন ওই দুই ছাত্রের মৃতদেহ দুটো এখনও তাদের পরিবার মাটিতে পুঁতে রেখে দিয়েছে। এখনও দাহ সংস্কার করেনি। তাদের মুখ্যমন্ত্রী বিচার দিতে পারেননি।