বাংলাহান্ট ডেস্ক : একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই বাংলা ভাষা রক্ষার পক্ষে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য রাজ্যে বাংলা ও বাঙালির উপরে হেনস্থার অভিযোগ এনে ভাষা আন্দোলন শুরুর ডাকও দেন তিনি। এদিকে খাস তৃণমূলের (Trinamool Congress) পোস্টারেই উর্দুর রাজত্ব। বাংলার চিহ্নও নেই। একুশে জুলাইয়ের তৃণমূলের (Trinamool Congress) কিছু পোস্টারের দিকে দৃষ্টি আকর্ষণ করে এবার পালটা তোপ দাগল বিজেপি (BJP)।
তৃণমূলের (Trinamool Congress) ‘উর্দু-পোস্টার’ নিয়ে কটাক্ষ বিজেপির
২১ শে জুলাই, সোমবার প্রতি বছরের মতোই ধর্মতলা চত্বরে আয়োজিত হয়েছিল তৃণমূলের (Trinamool Congress) বার্ষিক ‘মেগা ইভেন্ট’। পোস্টারে পোস্টারে ছয়লাপ হয় গোটা রাজ্য। বিভিন্ন জেলা থেকেও দলে দলে একুশের সমাবেশে এসেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ১৩ জন শহিদের নাম লেখা দেখা গিয়েছে অনেক পোস্টারে। এমনই কিছু পোস্টারের ছবি সম্প্রতি শেয়ার করা হয়েছে বঙ্গ বিজেপির (BJP) ফেসবুক পেজে। সেখানে বাংলা ভাষা কই, প্রশ্ন তুলে দিয়েছে বিরোধীরা।
কী অভিযোগ বিরোধীদের: বঙ্গ বিজেপির শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, একটি পোস্টারে একদিকে ইংরেজিতে লেখা শহিদদের নাম আর অপরদিকে লেখা উর্দু ভাষায়। অন্য কিছু পোস্টারেও একুশে জুলাইয়ে ধর্মতলায় যাওয়ার আমন্ত্রণ লেখা হয়েছে উর্দুতে। এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি (BJP)। পোস্টে লেখা হয়েছে, ‘তৃণমূল কংগ্রেসের পোস্টারগুলো একবার ভালো করে দেখুন- কোথাও বাংলা ভাষার চিহ্নমাত্র নেই। এমনকি মমতা ব্যানার্জির নাম পর্যন্ত উর্দুতে লেখা, অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানো হয়েছে উর্দুতে।’
আরও পড়ুন : ‘সারার সবকিছুই জেনে ফেলেছি’, মুখ ফসকে এ কী বলে ফেললেন আদিত্য!
বিষ্ফোরক পোস্ট বিজেপির: সঙ্গে আরও লেখা হয়েছে, ‘এখনও যদি বাঙালিরা মমতা ব্যানার্জির ষড়যন্ত্র বুঝতে না পারে, তাহলে ২০২৬-র নির্বাচনের পর বাংলায় থাকতে গেলে উর্দু শেখা বাধ্যতামূলক হবে। উর্দু না জানলে আপনাকে বাংলা ছাড়তে হবে।’
আরও পড়ুন : দেদারে অনুপ্রবেশ অসমে, ১০ লক্ষ একর জমি জবরদখল! বাংলাদেশিদের নিয়ে অবস্থান স্পষ্ট করলেন হিমন্ত বিশ্বশর্মা
প্রসঙ্গত, সোমবার শহিদ স্মরণ (Trinamool Congress) সভার মঞ্চ থেকেই বিভিন্ন ইস্যুতে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম ছিল বাংলা ভাষাকে হেনস্থার অভিযোগ। তিনি দাবি করেন, ‘বাংলা ভাষার উপরে সন্ত্রাস চলছে’। ২৭ শে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়ে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেন, ‘ওরা দোকানে গিয়ে মাছ খাবে না, মাংস খাবে না। দোকান ভাঙচুর করছে। বাংলায় এটা করে দেখাও একবার, তারপর সাহসটা দেখব’। এরপরেই অবশ্য তৃণমূলের (Trinamool Congress) একটি পুরনো টুইটে উর্দুকে ‘দ্বিতীয় ভাষা’ করার দাবি নিয়েও সরব হয় বিজেপি।