বাংলা হান্ট ডেস্ক: অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এমতাবস্থায়, এই সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচটি আগামী ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে সম্পন্ন হতে চলেছে। একদিকে ইংল্যান্ড জয়ের মাধ্যমে এই সিরিজে অপ্রতিরোধ্য লিড নেওয়ার চেষ্টা করবে, অন্যদিকে টিম ইন্ডিয়া (Team India) সিরিজে সমতা আনার চেষ্টা করবে। তবে এর জন্য ভারতকে ইংল্যান্ডের কিছু খেলোয়াড়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বর্তমান প্রতিবেদনে আমরা ইংল্যান্ডের সেই ৫ জন খেলোয়াড়ের প্রসঙ্গ উপস্থাপিত করব যাঁরা ভারতের জন্য চিন্তার কারণ হতে পারেন।
ইংল্যান্ডের এই ৫ খেলোয়াড়কে ঘিরেই চিন্তা বাড়ছে ভারতের (Team India):
১. জো রুট: প্রথমেই আমরা জানাবো ইংল্যান্ডের ব্যাটিংয়ের ক্ষেত্রে অন্যতম শক্তিশালী খেলোয়াড় জো রুটের প্রসঙ্গে। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে রুট দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও তিনি গুরুত্বপূর্ণ ৪০ রান করেন। রুট এখন যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন এবং সেই কারণেই ম্যানচেস্টারে যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে আউট করতে হবে ভারতীয় (Team India) বোলারদের।
২. জেমি স্মিথ: ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার জেমি স্মিথ এখনও পর্যন্ত এই টেস্ট সিরিজে খুব ভালো ব্যাটিং করেছেন। তিনি এই সিরিজে ৪১৫ রান করেছেন এবং সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে আছেন। এমতাবস্থায়, তিনি ম্যানচেস্টারেও তাঁর ভালো ফর্মের সুযোগ নিতে চাইবেন। আর সেই কারণেই স্মিথ টিম ইন্ডিয়ার (Team India) জন্য বড় হুমকি হতে পারেন।
আরও পড়ুন: ২০২৮-এর অলিম্পিকে ক্রিকেট যুদ্ধে মুখোমুখি হতে পারবে না ভারত-পাকিস্তান? কী বলছে রিপোর্ট?
৩. বেন স্টোকস: লর্ডস টেস্টে ইংল্যান্ডের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধিনায়ক বেন স্টোকস। ব্যাট হাতে ৭৭ রান করেন স্টোকস এবং বোলিংয়ে মোট ৫ টি উইকেট নেন তিনি। ভারতের দ্বিতীয় ইনিংসে তিনি ২ টি দীর্ঘ স্পেল করেন এবং ব্যাটারদের বেশি রান করার সুযোগ দেননি। তাই, তৃতীয় টেস্টে স্টোকসের পারফরম্যান্স বিবেচনা করলে অনুমান করা যায় যে ম্যানচেস্টারেও তিনি টিম ইন্ডিয়ার (Team India) জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন।
৪. ব্রাইডন কার্স: ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার ব্রাইডন কার্সও দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। লর্ডসে কার্স খুব ভালো বোলিং করেছিলেন। যার ফলে সমস্যার সম্মুখীন হন ভারতীয় (Team India) ব্যাটাররা। এছাড়াও, ব্যাটিংয়েও তিনি একটি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন। এমতাবস্থায়, তিনি পরবর্তীতে টেস্টেও তাঁর দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
৫. জোফ্রা আর্চার: ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার জোফ্রা আর্চার ধীরে ধীরে তাঁর ছন্দে ফিরে আসছেন এবং লর্ডসে তিনি এর এক ঝলক দেখিয়েছেন। উভয় ইনিংসেই তিনি মোট ৫ টি উইকেট নিয়েছেন। জোফ্রার কাছে গতি আছে এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার ক্ষেত্রে তিনি বিশেষজ্ঞ। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটারদের আর্চারের ব্যাপারে বিশেষ সতর্ক থাকতেহ হবে।