বাংলাহান্ট ডেস্ক : তৃণমূলের তারকা রাজনীতিবিদদের মধ্যে অন্যতম দীপক অধিকারী ওরফে দেব। দীর্ঘদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। ঘাটালের সাংসদ হিসেবে হ্যাটট্রিকও করে ফেলেছেন। অভিনয় তথা রাজনীতিতেও ‘ভালো ছেলে’ বলেই পরিচিত দেব। সৌজন্যের রাজনীতি করার জন্য সুনাম রয়েছে তাঁর। এবার দেবকে রিপোর্ট কার্ড দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
দেবকে নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)
বর্তমানে খড়গপুরে রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই তৃণমূলের তারকা সাংসদকে নিয়ে মুখ খোলেন দিলীপ (Dilip Ghosh)। দেবও (Dev) মেদিনীপুরের, বলা যায় তাঁর ‘ঘরের ছেলে’ই। দেবকে নিয়ে দিলীপ এদিন বলেন, ‘মেদিনীপুরের ছেলে, ভালো ছেলে। কিন্তু এমন নিষ্কর্মা ভালো ছেলে হয়ে লাভ কী?’
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ক্ষোভ: উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই ঘাটালবাসীকে ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন দেখিয়ে আসছেন দেব (Dev)। কিন্তু প্রতি বছর বর্ষায় ঘাটাল ভেসে গেলেও দেখা মেলে না সাংসদের, ক্ষোভ এলাকাবাসীর। এমনকি এবারও বন্যা পরিস্থিতি হয় ঘাটালে। অভিযোগ, একুশের সমাবেশে যোগ দিতে দেব স্কটল্যান্ড থেকে উড়ে এলেও সময় করে একদিন ঘাটাল যেতে পারেননি। এই প্রসঙ্গেই অভিনেতা সাংসদকে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
আরও পড়ুন : বাংলা বাঁচানোর হুঙ্কার মমতা-অভিষেকের, এদিকে TMC-র পোস্টারে উর্দু রাজত্ব! ‘দ্বিচারিতা’ নিয়ে সরব BJP
দেবকে সরাসরি চ্যালেঞ্জ দিলীপের: তাঁর প্রশ্ন, ‘উনি প্রতিবার ভোটের সময় প্রতিশ্রুতি দেন, ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন। কেন বারবার ঘাটালবাসীকে ধোঁকা দিচ্ছেন? কার চাপে এখনও রাজনীতি করছে দেব (Dev)? এবার ইস্তফা দেওয়া উচিত। ও তো এবার দাঁড়াতে চায়নি। নেতৃত্ব জোর করে ওকে দাঁড় করিয়েছে’। এরপরেই বিষ্ফোরক অভিযোগ করে দিলীপ (Dilip Ghosh) বলেন, দেব রাজনীতি ছেড়ে দিতে চাইলে তৃণমূল থেকে সিনেমা, প্রোডাকশন বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। সেই সঙ্গে ইঙ্গিতপূর্ণ ভাবে বিজেপি নেতা বলেন, ‘আমি বলছি, দম থাকে তো বেরিয়ে এসো’।
আরও পড়ুন : আতঙ্কের নাম টমেটো! হু হু করে ছড়াচ্ছে ডায়ারিয়া, জারি হল সতর্কতা
প্রসঙ্গত, ২০২৪ এর লোকসভা নির্বাচনে দেব প্রার্থী হতে চাননি প্রথমে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায় রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান করানোর প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ভোটে দাঁড়াতে রাজি করান। সেবারও বিপুল ভোটে জয়ী হন দেব।