আলাদা মাত্রা পাবে বিনোদন, নতুন চ্যানেলে নতুন মেগা নিয়ে ফিরছেন জনপ্রিয় নায়িকা!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে দর্শকদের পছন্দ। আর সেই সঙ্গে দর্শকদের দাবি অনুযায়ী সিরিয়াল (Serial) আনছেন নির্মাতারা। আসলে টিআরপি বড় বালাই! টিআরপির জোরে কোনও সিরিয়াল (Serial) যেমন বছরের পর বছর ধরে চলতে পারে, তেমনই আবার কয়েক মাসের মধ্যে শেষও হয়ে যেতে পারে।

নতুন চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক (Serial)

সম্প্রতি বেশ কয়েকটি নতুন সিরিয়াল শুরু হয়েছে বিভিন্ন চ্যানেলে। টেলিপাড়ায় জোর গুঞ্জন, এই তালিকায় জুড়ছে আরেক নতুন ধারাবাহিক (Serial)। তবে চেনা পরিচিত প্রথম সারির চ্যানেলে নয়, শুরু হতে চলেছে এক নতুন চ্যানেল। আর সেখানেই নাকি জায়গা করে নেবে একগুচ্ছ নতুন ধারাবাহিক (Serial)।

This popular actress is coming back to serial

কোন চ্যানেলে আসছে সিরিয়াল: খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে জি বাংলা সিনেমার নতুন রূপ ‘জি বাংলা সোনার’। গুঞ্জন, সেখানেই শুরু হবে এক নতুন ধারাবাহিক (Serial)। রূপকথার গল্পকে কেন্দ্র করেই নাকি তৈরি হবে সিরিয়ালটি। এই মেগার মাধ্যমে দীর্ঘদিন পর টেলিভিশনে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী পাল। তাঁর বিপরীতে থাকছেন অভিনেতা সিদ্ধার্থ সেন।

আরও পড়ুন : ভুলে যাবেন নিরামিষ পদ, বাড়িতে এভাবে বানান রসুন আলুপোস্ত, তারিফ হবেই

কামব্যাক করছেন এই নায়িকা: উল্লেখ্য, ইন্দ্রাণীকে শেষবার দর্শকরা দেখেছিলেন ‘নবাব নন্দিনী’ সিরিয়ালে (Serial)। তারপর থেকে আর কোনও ধারাবাহিকেই দেখা যায়নি তাঁকে। ইন্দ্রাণীর ফেরার অপেক্ষায় ছিলেন অনেকেই। অন্যদিকে সিদ্ধার্থ শেষ অভিনয় করেন ‘দেবীবরণ’ সিরিয়ালে (Serial)। জল্পনা শোনা যাচ্ছে, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ছবির অনুকরণে তৈরি হচ্ছে ধারাবাহিকটি। ইতিমধ্যেই নাকি প্রোমো শুটও হয়ে গিয়েছে।

আরও পড়ুন : ধনকড় ইস্তফা দেওয়ায় কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি? চর্চায় নীতীশ কুমার সহ একাধিক হেভিওয়েটের নাম

প্রসঙ্গত, জানা যাচ্ছে এই নতুন চ্যানেলে সব ধারাবাহিকগুলিই জনপ্রিয় ছবির অনুকরণে তৈরি হতে চলেছে। হিট বলিউড ছবি ‘ও মাই গড’ এর অনুকরণ করে ‘শ্রীমান ভগবান দাস’ সিরিয়াল আসতে চলেছে এই চ্যানেলে। ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে বিশ্বনাথ বসু, মিমি দত্ত এবং ইন্দ্রাশিস রায়কে।