প্রথম বার ছোটপর্দার মহালয়ায় কৌশানি! কোন চ্যানেলে দেখা যাবে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। এদিকে টেলিভিশনের বিভিন্ন চ্যানেলগুলিতেও শুরু হয়েছে মহালয়ার অনুষ্ঠানের প্রস্তুতি। প্রতি বছরই মহালয়া উপলক্ষে বিভিন্ন চ্যানেলগুলিতেও অনুষ্ঠানের আয়োজন করা হয়। চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকের অভিনেত্রীদের মা দুর্গার বিভিন্ন অবতারে দেখা যায়। আর টলিউডের কোনও না কোনও নায়িকাকে দেখা যায় মহিষাসুরমর্দিনী রূপে। এবারে জোর গুঞ্জন, অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়কে (Koushani Mukherjee) নাকি দেখা যাবে ছোটপর্দার মহালয়ার অনুষ্ঠানে।

টেলিভিশনের মহালয়ায় কৌশানি (Koushani Mukherjee)?

এবারের পুজোটা বেশ জমজমাট কাটতে চলেছে কৌশানির (Koushani Mukherjee)। বড়পর্দায় উইন্ডোজ প্রোডাকশন হাউজের ছবিতে রয়েছেন তিনি। সেই সঙ্গে নতুন গুঞ্জন বলছে, এবারে টেলিভিশনের মহালয়াতেও থাকছেন তিনি। বর্তমানে ছোটপর্দায় রিয়েলিটি শোয়ের বিচারকের ভূমিকা পালন করছেন তিনি। কিন্তু কোন চ্যানেলের মহালয়ায় দেখা মিলবে কৌশানির (Koushani Mukherjee)?

Koushani Mukherjee reportedly to be seen in mahalaya

কোন চ্যানেলে দেখা যাবে: কানাঘুষো বলছে, স্টার জলসার এবারের অনুষ্ঠানে নাকি দেখা যেতে পারে কৌশানিকে (Koushani Mukherjee)। মহিষাসুরমর্দিনী রূপে দেখা মিলবে তাঁর। যদিও এই গুঞ্জন নিয়ে অভিনেত্রী বা চ্যানেল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি এখনও পর্যন্ত। তবে সূত্রের খবর, চ্যানেলের সঙ্গে নাকি প্রাথমিক ভাবে কথা হয়েছে কৌশানির (Koushani Mukherjee)। কিন্তু এখনও কোনও কিছুই চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন : আলাদা মাত্রা পাবে বিনোদন, নতুন চ্যানেলে নতুন মেগা নিয়ে ফিরছেন জনপ্রিয় নায়িকা!

কী বললেন অভিনেত্রী: কৌশানি (Koushani Mukherjee) বর্তমানে জি বাংলার ডান্স বাংলা ডান্স শোতে বিচারক হিসেবে রয়েছেন। পাশাপাশি ছবির শুটিং সামলে মহালয়ার অনুষ্ঠানে তিনি থাকতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত হয়নি। এ বিষয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।

আরও পড়ুন : মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে ‘স্বতন্ত্র’ ঘোষণা করার নির্দেশ, ভোটের আগে বড় ধাক্কা খেল রাজ্য

এদিকে কিছুদিন আগেই শোনা গিয়েছিল, গত কয়েক বছরের মতো এবারও জলসার মহালয়ার অনুষ্ঠানে অভিনেত্রী কোয়েল মল্লিককেই দেখা যাবে মা দুর্গা রূপে। মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে তাঁকে দুর্গা রূপে বেশ পছন্দ করেন দর্শকরা। তাই এবছরও কোয়েলকেই দুর্গা রূপে দেখার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন দর্শকদের একাংশ।