বাংলা হান্ট ডেস্কঃ কোচবিহার থেকে শুরু হয়েছিল ইনসাফ যাত্রা। টানা পঞ্চাশ দিন ধরে ২৯১০ কিলোমিটার হেঁটে রবিবার ব্রিগেডে সভা করেছে সিপিএমের যুব সংগঠন। লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে রবিবার ব্রিগেডে (Kolkata Brigade) শক্তি প্রদর্শন করল ডিওয়াইএফআই। নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)।
হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখোপাধ্যায়ের ঝাঁঝালো মন্তব্য ফের অক্সিজেন জুগিয়েছে বাম শিবিরে। লোকসভার আগে ব্রিগেডের চিত্র, জনজোয়ার দেখে উচ্ছ্বসিত আলিমুদ্দিন। এই আবহে যখন রাজ্য-রাজনীতিতে মিনাক্ষী আর ব্রিগেড নিয়ে জোর চর্চা, সেই সময়ই DYFI নেত্রীকে নিয়ে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)।
সোমবার সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে মীনাক্ষীকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Tmc Mp Abhishek Banerjee) সমতুল নেতা বলেও মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি বলেন, “একজন নেতা হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি একটা হলফনামা দিয়ে ঘোষণা করবেন যে তার সম্পত্তির পরিমাণ কত? যদি সেটা তিনি সোশাল মিডিয়ায় সেটা পোস্ট করেন তাহলে তার সমতুল নেতারা যারা রয়েছেন যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্যরা, তাদের কাছেও একই অনুরোধ রাখব”।
এখানেই প্রশ্ন উঠছে অভিষেকের সঙ্গে মিনাক্ষীর তুলনা কি টানা কি ঠিক? মীনাক্ষী মুখোপাধ্যায় একজন অতি সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা নেত্রী। ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে একজন সাংসদের পদে রয়েছেন। তবে অনেকের মতে যেহেতু অভিষেক ও মিনাক্ষী দুজনেই তরুণ নেতা এবং প্রায় সমবয়সি সেই কারণে হয়তো তাদের মধ্যে তুলনা টেনেছেন বিচারপতি।
আরও পড়ুন: তৃণমূলে বয়সের দ্বন্দ্বের মাঝেই অসুস্থ একের পর এক প্রবীণ নেতা! এবার হাসপাতালে ভর্তি হলেন ফিরহাদ
ওদিকে এক কংগ্রেস নেতার কথায়, মীনাক্ষীর রাজনৈতিক নিষ্ঠা এবং তিনি সাধারণ জীবনযাপন করেন সেকথা বোঝাতেও হয়তো এই তুলনা টেনেছেন বিচারপতি। তৃণমূলের মতে যেখানে অভিষেক দুবারের সাংসদ এবং মিনাক্ষী কখনো বিধায়কের ভোটেও জিততে পারেননি তাই অভিষেকের সঙ্গে মিনাক্ষীর তুলনা টানা কোনও অংশেই শোভা পায় না।