বাংলা হান্ট ডেস্কঃ টলিপাড়ার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এক অভিনব উদ্যোগে মুগ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত মহানায়ক সম্মান প্রদান অনুষ্ঠানে প্রসেনজিতের একটি বিশেষ পরিকল্পনার উল্লেখ করে তাঁর প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “প্রসেনজিৎ একটা খুব ভালো আইডিয়া করেছে। একটা মডেল তৈরি করেছে। অফিসাররা দেখে এসে আমাকে জানিয়েছে। আমাদেরও সেই মডেলটা ভালো লেগেছে।”
ঠিক কী সেই মডেল?
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন বলেন, রাজ্যের প্রায় ১০০টি জায়গায় ৪০-৫০ জনের বসার মতো ছোট ছোট সিনেমা হল তৈরি করছেন প্রসেনজিৎ। মুখ্যমন্ত্রীর মতে, এর ফলে রাজ্যের প্রত্যন্ত অঞ্চল বা বুথ স্তর পর্যন্ত সিনেমা দেখার সুযোগ তৈরি হবে। এই ব্যবস্থায় শুধু মানুষের বিনোদনই নয়, লাভবান হবে সিনেমা শিল্পও। কারণ এর ফলে নতুন ছবিগুলির বাজার তৈরি হবে, কর্মসংস্থানও হবে বহু মানুষের। মুখ্যমন্ত্রীর কথায়, “ওরা যে সিনেমাগুলি তৈরি করে, সেগুলো মার্কেট পাবে। চাহিদা বাড়বে। কর্মসংস্থানও হবে।” এই উদ্যোগের মাধ্যমে বাংলা সিনেমার প্রসার যেমন বাড়বে, তেমনই সিনেমাকে ঘিরে একটি বিকল্প সাংস্কৃতিক পরিকাঠামো গড়ে ওঠারও সম্ভাবনা দেখছেন অনেকে।
চার দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমার জগতে রাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের ‘বুম্বা দা’ শুধু একজন অভিনেতাই নন, বরং তিনিই নিজে এক চলমান ‘ইন্ডাস্ট্রি’। বাণিজ্যিক ছবি থেকে শুরু করে অফবিট সিনেমা, টেলিভিশন থেকে ওটিটি, সব মাধ্যমেই নিজের প্রতিভার ছাপ রেখে চলেছেন প্রসেনজিৎ।
বর্তমানে মাল্টিপ্লেক্স সংস্কৃতির যুগে বহু সিঙ্গল স্ক্রিন সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে। এর জেরে বাংলা ছবির ব্যবসায় বড় ধাক্কা এসেছে বলে মনে করছেন চলচ্চিত্র মহলের একাংশ। অনেক প্রতিশ্রুতিশীল ছবিও শুধু প্রেক্ষাগৃহ না পাওয়ায় দর্শকের কাছে পৌঁছতে পারছে না। মুক্তির পরেও হলের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সিনেমার বাজার। এই সংকট থেকে বেরোতে নতুন ভাবনা জরুরি ছিল বলেই মনে করছেন অনেকে।
বাংলা সিনেমার সংকটে আলো দেখাচ্ছে ‘সিনেমা ঘর’ মডেল
এই প্রেক্ষাপটেই প্রসেনজিতের অভিনব উদ্যোগ ‘সিনেমা ঘর’ মডেল। ছোট আকারে ৪০-৫০ জনের বসার ব্যবস্থা-সহ শতাধিক জায়গায় তৈরি হচ্ছে এই বিশেষ প্রেক্ষাগৃহ। যার ফলে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও বাংলা সিনেমা পৌঁছতে পারবে সাধারণ মানুষের কাছে।

আরও পড়ুনঃ পুরনো মুখ সরছে, তৃণমূলে সাংগঠনিক রদবদলের ইঙ্গিত! জল্পনা তুঙ্গে
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) প্রশংসায় প্রসেনজিতের ভাবনা
বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে মহানায়ক সম্মান প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রকাশ্যে প্রশংসা করলেন এই উদ্যোগের। বলেন, “প্রসেনজিৎ একটা ভালো আইডিয়া করেছে। আমাদের সেটা ভালো লেগেছে। এটা হলে প্রত্যন্ত এলাকাতেও সিনেমা দেখা যাবে। ছবির মার্কেট তৈরি হবে, কর্মসংস্থানও হবে।”
যদিও ‘সিনেমা ঘর’ মডেল নিয়ে বিশদ কিছু জানাননি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee), তবে অনুষ্ঠানস্থলেই উপস্থিত ছিলেন প্রসেনজিৎ। তাঁর সামনেই এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী, যা শিল্পী হিসেবে তাঁর ভাবনাকে স্বীকৃতি বলেই মনে করছেন ফিল্ম মহল।












