পুজোয় রয়েছে বেড়াতে যাওয়ার পরিকল্পনা? স্বল্প খরচে ঘুরে আসুন সিকিমের এই ৩ টি অফবিট ডেস্টিনেশনে

Published on:

Published on:

Sikkim new offbeat spot you can visit on a bodget

বাংলা হান্ট ডেস্ক: হাতে গুনে আর কয়েকটা দিন তারপরেই পুজো। ইতিমধ্যে অনেকেই ঘুরতে যাওয়ার স্পট খোঁজা শুরু করে দিয়েছে। পাশাপাশি ঘুরতে যাওয়ার কথা মনে পড়লে সবার আগে পাহাড়ের কথা মাথায় আসে অনেকের। পাহাড় বলতে মানুষ বোঝে দার্জিলিং, গ্যাংটক, পেলিং, সিকিম (Sikkim)। তবে আপনি কোথায় ঘুরতে যাবেন তা ঠিক করে উঠতে পারছেন না। তাই এবার পুজোর ছুটিতে ঘুরতে যেতে পারেন সিকিমের এমন কিছু অফবিট গ্ৰাম থেকে। সিকিমে প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও জনজীবনকে আরো কাছ থেকে জানতে ঘুরে আসতে পারেন এই গ্ৰাম গুলোর থেকে।

পুজোয় ঘুরে দেখুন সিকিমের এই নতুন অফবিট স্পট গুলো (Sikkim)

গ্যাংটক, পেলিং, রাবাংলা, লাচেন-লাচুং, জ়ুলুক, আরিতার সিকিমের অধিকাংশ গন্তব্যই বাঙালির চেনা। তাই এ বার পুজোয় সিকিমের নতুন এই
স্পট গুলোর থেকে ঘুরে আসতে পারেন কম খরচে। এখানে গেলে আপনি অনায়াসে কাটায়ে দিতে পারবেন ৫-৬ দিন।

সোরেং: মূলত চারটে গ্রাম নিয়ে গঠিত সোরেং। ৫-৭ দিনের ছুটি নিয়ে কংক্রিট শহরের ব্যস্ততার থেকে মুক্তি পেতে যেতে পারেন এখানে। সোরেং মূলত ‘স্লো ট্যুরিজম’ এর অংশ। অর্থাৎ এখানে আপনি ধীরেসুধে নিজের মতন করে গোটা গ্রামটিকে ঘুরে দেখতে পারবেন। স্পিরিচুয়াল ট্যুরিজম এর জন্য উপযুক্ত জায়গা সোরেং। এখানে গেলে আপনি একাধিক মনাস্ট্রি দেখতে পারবেন। পাশাপাশি জঙ্গলের ভেতরে ট্রেকিং, হর্স রাইটিং, ক্যাম্পিং, বোল্ডারিং এর মতো একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের শার্ট নিতে পারবেন। পাশাপাশি এখান থেকে প্যারাগ্লাইডিং করার সুযোগ রয়েছে।

কিভাবে যাবেন: শিয়ালদহ অথবা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে হবে। সেখান থেকে যেতে হবে জোরেথাং। এখানে আসতে প্রায় পাঁচ ঘন্টা সময় লাগবে। আপনারা চাইলে পেলিং বা গ্যাংটক থেকে সোরেং আসতে পারেন। পেলিং থেকে মাত্র আড়াই ঘন্টা লাগবে এখানে আসতে।

 Sikkim new offbeat spot you can visit on a bodget

আরও পড়ুন: সুখবর! একধাক্কায় নামল সোনার দাম, আজ ১ গ্ৰাম হলুদ ধাতুর দর কত হল, জানুন

বার্সে বা ভার্সেস রডোডেনড্রন অভয়ারণ্য: বার্সে বা ভার্সেস রডোডেনড্রন অভয়ারণ্য যেন একটুকরো স্বর্গ। এখানে আসলে আপনি সামনের থেকে কাঞ্চনজঙ্ঘা কে দেখতে পারবেন। পাশাপাশি এইখানে ট্র্যাকিং করারও ব্যবস্থা রয়েছে।

সামানদেন: সামানদেন’কে পশ্চিমবঙ্গের সাইলেন্ট ভ্যালি বলা হয়। কারণ এখানে পরিবেশ এতটাই শান্ত নিরিবিলি যে আপনার মনকে ভালো করতে বাধ্য। অনেকে এই জায়গাটিকে ‘মিনি কাশ্মীর’ বলেন। এখানে ঘুরতে আসলে আপনি যেমন হোমস্টে পাবেন। পাশাপাশি চাইলে আপনি হেঁটেও এই জায়গাটি ঘুরে দেখতে পারেন।