ক্রমশ কঠিন হচ্ছে ম্যানচেস্টার টেস্ট! চোটের সম্মুখীন টিম ইন্ডিয়ার ৩ জন তারকা খেলোয়াড়

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পিছিয়ে থাকা টিম ইন্ডিয়াকে (Team India) ম্যানচেস্টার টেস্টেও ধারাবাহিকভাবে লড়াই করতে হচ্ছে। টেস্ট সিরিজের এই চতুর্থ ম্যাচে ভারতীয় ব্যাটাররা প্রথমে হতাশ করলেও বোলাররাও সহজে সাফল্য পাননি। কিন্তু টিম ইন্ডিয়াকে শুধু পারফরম্যান্সের দিক থেকেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এমনটা নয়। বরং, এই ম্যাচের ৩ দিনে ৩ জন ভারতীয় খেলোয়াড় চোট পেয়েছেন। যেখানে টিম ইন্ডিয়ার আরও সমস্যায় পড়েছে।

চোটের সম্মুখীন টিম ইন্ডিয়ার (Team India) ৩ জন তারকা খেলোয়াড়:

প্রথম দিনেই চোট পেয়েছেন ঋষভ পন্থ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ম্যানচেস্টার টেস্ট শুরুই হয়েছিল টিম ইন্ডিয়ার (Team India) খেলোয়াড়ের ইনজুরির মাধ্যমে। ম্যাচের প্রথম দিনের তৃতীয় সেশনে পায়ে চোট পান তারকা উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে পান্তের ডান পায়ে চোট লাগে। পরে জানা যায় যে, তাঁর পায়ে ফ্র্যাকচার হয়েছে এবং ৬ সপ্তাহের জন্য তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। যদিও চোট সত্ত্বেও পন্থ ব্যাট করতে ফিরে আসেন এবং হাফ-সেঞ্চুরি হাঁকান। তবুও, তাঁর চোট ভারতীয় দলের চিন্তা বাড়িয়েছে।

3 star players of Team India facing injuries.

বুমরাহর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে: এদিকে, ম্যাচের তৃতীয় দিনে, টিম ইন্ডিয়ার (Team India) অপর একের পর এক সমস্যা দেখা দেয়। যেটি শুরু হয় তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহকে দিয়ে। বুমরাহর ওয়ার্কলোড নিয়ে ইতিমধ্যেই আলোচনা হচ্ছিল এবং এই ম্যাচেও তা দৃশ্যমান ছিল।

আরও পড়ুন: পাত্তাই পাবে না Jio-Airtel-Vi, BSNL-এর এই রিচার্জ প্ল্যানে ১৬০ দিন “অ্যাক্টিভ” থাকবে সিম, দাম মাত্র এত টাকা

ইংল্যান্ডের প্রথম ইনিংসে, বুমরাহর বোলিংয়ে লিডস এবং লর্ডসের মতো গতি এবং তীক্ষ্ণতা দেখা যায়নি।তৃতীয় দিনে, যখন টিম ইন্ডিয়া (Team India) দ্বিতীয় নতুন বলটি নেয়, মাত্র এক ওভার পরেই বুমরাহ মাঠ ছেড়ে চলে যান। তিনি বাম গোড়ালিতে ব্যথা অনুভব করেন এবং তৃতীয় সেশনে যখন তিনি বোলিং করতে ফিরে আসে, তখন তাঁর ব্যথা রান-আপ এবং চেহারায় স্পষ্টভাবে অসুবিধা বোঝা যাচ্ছিল।

আরও পড়ুন: ১ অগাস্ট থেকেই শুরু হচ্ছে ১ লক্ষ কোটির স্কিম! তৈরি হবে ৩.৫ কোটি কর্মসংস্থান, বড় পদক্ষেপ কেন্দ্রের

সমস্যার সম্মুখীন হয়েছেন সিরাজও: টিম ইন্ডিয়ার (Team India) আরেক তারকা ফিট ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজও সমস্যার সম্মুখীন হয়েছেন। তিনি টানা চতুর্থ টেস্ট খেলছেন এবং প্রতিটি টেস্টেই সবচেয়ে বেশি বোলিং করছেন। অবশেষে ফিটনেস সমস্যার সঙ্গে তাঁকেও লড়াই করতে দেখা গেছে। দ্বিতীয় সেশনের শেষে ইনিংসের ৯৯ তম ওভার শেষ করার পর সিরাজকে সমস্যায় পড়তে দেখা যায়। তাঁর হাঁটতে কষ্ট হচ্ছিল এবং তাঁকে মাঠ থেকে ড্রেসিংরুমেও নিয়ে যাওয়া হয়েছিল। যদিও, সিরাজ কিছুক্ষণ পরেই ফিরে আসেন। তবুও এটি অবশ্যই টিম ম্যানেজমেন্টের কাছে তাঁর ফিটনেস নিয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।