বাংলা হান্ট ডেস্কঃ বহু প্রতীক্ষার পর অষ্টম পে কমিশনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। পয়লা জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম পে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছে কেন্দ্র। মোদী সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারী (Government Employees) এবং পেনশনভোগীদের অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) অনুমোদন দিতেই খুশিতে ভাসছেন সরকারি কর্মীরা। তবে এরই মধ্যে খারাপ খবর সামনে আসছে।
সরকারি কর্মচারীদের অষ্টম পে কমিশন নিয়ে বড় আপডেট | Government Employees
শোনা যাচ্ছে, অষ্টম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের স্বল্প হারে বেতন বৃদ্ধি পেতে পারে। কোটাক ইনস্টিটিউশনাল ইক্যুইটিজের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, আসন্ন অষ্টম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৩% এর সামান্য কার্যকর বেতন বৃদ্ধি পেতে পারে। উল্লেখ্য সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের সময় ১৪.৩% বৃদ্ধি পেয়েছিল বেতন।
অনুমান করা হচ্ছে, নয়া পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর, ১.৮ নির্ধারণ করা হবে। যা সপ্তম বেতন কমিশনের সময় ২.৫৭-র থেকে কম। পে কমিশন কার্যকর হলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকারের রেল, প্রতিরক্ষা, ডাক, শিক্ষক এবং অন্যান্য পদের উপর প্রভাব ফেলবে নয়া পে কমিশন।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা। যা ১.৮ ফিটমেন্ট ফ্যাক্টরের অধীনে প্রায় ৩২,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। একইভাবে ৫০,০০০ টাকা মূল বেতন প্রাপ্ত কর্মীদের, প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টরের অধীনে সংশোধিত বেতন ৯০,০০০ টাকা হতে পারে।
আরও পড়ুন: শনিতে বাড়বে বৃষ্টি! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা? আজকের আবহাওয়ার খবর
প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর সামনে আসতেই সরকারি কর্মচারী ইউনিয়নগুলি অসন্তোষ প্রকাশ করেছে। উল্লেখ্য, সম্প্রতি অ্যাম্বিট ক্যাপিটালের রিপোর্টে বলা হয়েছিল, ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ১.৮৩ থেকে ২.৪৬-এর মধ্যে থাকতে পারে। যদিও কেন্দ্র তরফে এই নিয়ে কিছু বলা হয়নি। সবটাই অনুমান করা হচ্ছে। কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, অষ্টম বেতন কমিশন যাতে সময়ের মধ্যে সুপারিশ করা যেতে পারে এবং ২০২৬ সাল থেকেই তা কার্যকর হয় সেই লক্ষ্যে কেন্দ্র সরকার অনুমোদন দিয়েছে।