বাংলা হান্ট ডেস্কঃ সংগ্রামী যৌথ মঞ্চ আগামী ২৮ জুলাই অর্থাৎ সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এই অভিযান নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দারস্থ হয়েছে মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির সদস্যরা। হাট বসা এলাকার ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিয়েছেন, হাট বসার দিনে ওই এলাকায় কোনও জমায়েত বা মিছিল করা যাবে না। কেউ এই নির্দেশ না মানলে পুলিশ যেন কড়া আইনি ব্যবস্থা নেয়, এই মর্মেও নির্দেশ দিয়েছেন বিচারপতি।
নবান্ন অভিযান কর্মসূচির কারণে ক্ষতির মুখে মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি
মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি সেন্ট্রালের তরফে হাই কোর্টে (Calcutta High Court) একটি মামলা করা হয়েছিল। তাঁদের অভিযোগ, সোম ও মঙ্গলবার হাট বসে। আর ঠিক সেই দিনগুলিতেই বারবার নবান্ন অভিযান কর্মসূচি হচ্ছে, যার ফলে হাটে ব্যবসা মার খাচ্ছে। ৮ জুলাই (মঙ্গলবার) ও ১৪ জুলাই (সোমবার) এমনই কর্মসূচির কারণে হাটের জামাকাপড় বিক্রেতারা বড় ক্ষতির মুখে পড়েছেন। সামনে পুজো, অথচ দোকান খোলা রাখা যাচ্ছে না।
এই পরিস্থিতিতে ফের ২৮ জুলাই অভিযান হলে আরও সমস্যা হবে, এই আশঙ্কায় ব্যবসায়ীরা হাই কোর্টের (Calcutta High Court) শরণাপন্ন হন। রাজ্য প্রশাসন ও পুলিশের বিরুদ্ধেও মামলা হয়।
আরও পড়ুনঃ ফের বিতর্কে ‘অপরাজিতা বিল’, রাষ্ট্রপতির আপত্তিতে ফেরত এল নবান্নে
আদালতের (Calcutta High Court) রায় স্পষ্ট
শুক্রবার আদালতের (Calcutta High Court) রায়ে স্পষ্ট জানানো হয় যে, হাটের দিনে কোনও রাজনৈতিক বা অরাজনৈতিক জমায়েত হাটের ভিতর বা আশপাশে করা যাবে না। নির্দেশ অমান্য হলে পুলিশ যেন কড়া পদক্ষেপ নেয়। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজকুমার সাহা বলেন, তাঁরা আন্দোলনের বিরোধিতা করেন না, কিন্তু হাটের দিনে কর্মসূচির ফলে ছোট ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই বাধ্য হয়েই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন।