বাড়িতে থাকা একটি উপকরণে ফিরবে ত্বকের উজ্জ্বলতা, জানুন উপায়

Published on:

Published on:

Skin Care a home remedy will restore skin radiance

বাংলা হান্ট ডেস্ক: একদিকে প্রকৃতির নিয়মে বার্ধক্য আসবে একদিন সকলের। যা সময়ের আগে আসলে সুখকর হয় না। অপরদিকে ব্রণ, পিগমেন্টেশনের সমস্যা এখন সকলের রয়েছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে কি করবেন তা অনেক স্থির করে উঠতে পারেন না। যার জন্য নানান স্কিন কেয়ার (Skin Care) করেন অনেকে। কিন্তু মনের মতো ফলাফল কিছুতেই মেলে না।

তবে এবার এই ত্বকের সমস্যা দূর হবে এক গোপন চাবিকাঠিতে তাও আবার একটি চেনা উপাদানে। তা হল ডিমের কুসুম। ডিমের কুশন দিয়ে ফেস মাস্ক বানান। এতে ত্বকের কোলাজেন বৃদ্ধি হবে। পাশাপাশি ত্বকের টান টান ভাব সতেজ থাকবে (Skin Care)। কিভাবে বানাবেন ডিমের কুসুম দিয়ে ফেস মাস্ক? রইল পদ্ধতি।

ডিমের কুসুমে তৈরি ফেসপ্যাক এই ফিরবে ত্বকের জেল্লা (Skin Care)

বর্তমানে কাজের চাপ ও নানার দুশ্চিন্তার কারণে অল্প বয়সের মুখে বলিরেখার ছাপ পড়ে। পাশাপাশি কমিয়ে আসে ত্বকের (Skin) জেল্লা। এমনকি এই জেল্লা ফিরিয়ে আনতে বহু টাকা খরচ করেন আপনি। তাতেও আশানুরূপ ফল পাওয়া যায় না। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন ডিমের কুসুম এ ব্যাপারে দারুন কাজ করে। এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে ডিমের কুসুমের ফেসপ্যাক।

Skin Care a home remedy will restore skin radiance

আরও পড়ুন: মেদ কমাতে রোজ লেবু জল খাচ্ছেন! এই পাণীয় সকলের জন্য কি উপকারী? পুষ্টিবিদদের টিপস

কীভাবে বানাবেন?

কুসুম ও অলিভ অয়েল: প্রথমে বাটিতে ডিমের একটি কুসুম ফাটিয়ে নিন। তারপর তাতে তার চামচ অলিভ ওয়েল দিন। এরপর সেটিকে ভালোভাবে মিশিয়ে মুখে লাগান। এতে ত্বকের টানটান ভাব বজায় থাকবে।

কুসুম ও মধু: প্রথমে একটি ডিম (Egg) নিন। এরপর ডিমের সাদা অংশ ও কুসুমটি আলাদা করুন। এরপর কুসুমের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। এরপর শুষ্ক ত্বকে এই মিশ্রনটি ব্যবহার করুন। এটি ত্বকে আর্দ্রতা ও পুষ্টি প্রদান করবে।

এছাড়া ত্বক ভালো রাখতে নিজের ডায়েটের দিকে নজর দিন। যতটা সম্ভব বাইরের খাবার এড়িয়ে চলুন। প্রতিদিনের খাবারে শাক-সবজি, ফল ও দানাশস্য যুক্ত করুন। পাশাপাশি ৭-৮ ঘন্টা ঘুমোনোর চেষ্টা করুন।