বাংলাহান্ট ডেস্ক : একসময় ছোটপর্দার অতি পরিচিত মুখ ছিলেন তিনি। প্রথম অভিনীত সিরিয়াল (Serial) থেকেই তাঁর জনপ্রিয়তা ছিল দেখার মতো। উজ্জ্বল হাসি আর অভিনয় দক্ষতা দিয়ে বহু মানুষের মন জয় করেছিলেন তিনি। তারপর একটা দীর্ঘ বিরতি। বিয়ের পর সংসার, সন্তান সামলাতেই ব্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। মাঝে আবার বিতর্কও পিছু নিয়েছিল তাঁর। শেষমেষ বিতর্ক পেছনে ফেলে আবারও ক্যামেরার সামনে ফিরলেন অভিনেত্রী (Serial)।
বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী (Serial)
কখনও চুলের রঙ তো কখনও শাঁখা পলা পরা বা ‘ওয়ার্কিং মাদার’দের নিয়ে মন্তব্য, বারে বারে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে এবার দীর্ঘদিন পর আবারও সিরিয়ালে (Serial) ফিরলেন তিনি।
কী নিয়ে বিতর্ক: কথা হচ্ছে অভিনেত্রী মধুবনী গোস্বামীর ব্যাপারে। সুদীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। মূলত বিয়ের পর থেকেই ক্যামেরার সঙ্গে দূরত্ব দূরত্ব বাড়াতে শুরু করেছিলেন তিনি। ছেলে কেশবের জন্মের পর মধুবনীর অভিনয়ে (Serial) ফেরার সম্ভাবনা আরোই ক্ষীণ হয়। যদিও অভিনয় না করলেও নিজস্ব সালোঁ খুলেছিলেন মধুবনী। সেই সঙ্গে শুরু করেন ইউটিউব। এরপরেও অভিনেত্রীর কিছু সাম্প্রতিক মন্তব্যের জেরে বাড়ে বিতর্ক।
আরও পড়ুন : বিধানসভার আগে পদ্ম-অস্ত্রে শান, খেজুরীতে কৃষি সমবায় সমিতি নির্বাচনে সব আসন ছিনিয়ে নিল BJP
ফের সিরিয়ালে কামব্যাক: সন্তানপালন এবং কর্মরতা মাদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী। কিন্তু দুদিন পরেই আবারও শাঁখা পলা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান তিনি। এদিকে হঠাৎ করেই অভিনয়ে (Serial) ফিরে বড় চমক দিয়েছেন মধুবনী। ‘চিরসখা’ সিরিয়ালে এক আইনজীবীর ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে।
আরও পড়ুন : ভরা মরশুমে বড় ধাক্কা, বাজার থেকে উধাওই হয়ে যেতে বসেছে ইলিশ! সামুদ্রিক মাছেও পড়বে টান
মধুবনীর কামব্যাকে খুশি অনেকেই। আবার কয়েকজন কটাক্ষ করেছেন, এখন কীভাবে তিনি কেশবকে ছেড়ে এলেন কাজ করতে? এমনকি চরিত্রের খাতিরে হাতের শাঁখা পলা খোলা নিয়েও খোঁচা শুনতে হয়েছে তাঁকে। তবে কোনও উত্তর মধুবনী দেননি এখনও।