বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গ মানেই পাহাড়, বারোমাস শীতের আমেজ! তবে বাস্তব চিত্রটা কী তাই? না, একেবারেই নয়। জুলাইয়ের গরমে বর্তমানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টেক্কা দিচ্ছে উত্তরবঙ্গ। এ বছর বৃষ্টিরও ঘাটতি রয়েছে বেশ কিছু জেলায়। সবমিলিয়ে সমানে ভ্যাপসা গরম, অস্বস্তি বাড়ছে। এই পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের কথা ভেবে আগামী কিছু দিনের জন্য সকালে পঠনপাঠনের (School Timing) দাবি জানাল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই।
সকালে স্কুলের দাবি জানিয়ে চিঠি | School Timing
দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের মতো উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গরম পড়ার চরিত্রের কথা মাথায় রেখে এসএফআই তরফে শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দেওয়ার হয়েছে। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, রাজ্য সভাপতি প্রণয় কাৰ্য্যীরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দৃষ্টি আকর্ষণ করে তাঁকে চিঠি লিখেছেন।
চিঠিতে বলা হয়েছে, ‘গরমের ফলে উত্তরবঙ্গের ওই সব এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে।’ ছাত্রছাত্রীদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিষয়টির গুরুত্ব দিয়ে দেখে সরকারের যথাযথ পদক্ষেপ করার লক্ষ্যে আবেদন জানিয়ে চিঠি দেওয়ার হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।
আরও পড়ুন: মেদ কমাতে রোজ লেবু জল খাচ্ছেন! এই পাণীয় সকলের জন্য কি উপকারী? পুষ্টিবিদদের টিপস
চিঠিতে সংগঠনের আরও বক্তব্য, রাজ্যে সাধারণত যে সময়ে গরমের ছুটি পড়ে, উত্তরবঙ্গে সেই সময়ে ততটা গরম পড়ে না। বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে এই বিষয়টিও দেখা প্রয়োজনীয়তা রয়েছে বলে দাবি করা হয় সংগঠনের তরফে।
আরও পড়ুন: শনিতে বাড়বে বৃষ্টি! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা? আজকের আবহাওয়ার খবর
দিন দিন হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়ছে উত্তরবঙ্গে। সকাল থেকেই চড়া রোদ আর বেলা বাড়তে দোসর হচ্ছে আদ্রতাজনিত অস্বস্থি। মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও স্বস্তি নেই। নাজেহাল দশা সাধারণ মানুষের। এই আবহে স্কুলের সময়সীমা (School Timing) পরিবর্তনের করার আর্জি জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে গেল চিঠি।