বাংলা হান্ট ডেস্কঃ রামপুরহাটের চাকাইপুর গ্রামে নবনির্মিত দুর্গামন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আসার সম্ভাবনা রয়েছে। এই চাকাইপুরই মুখ্যমন্ত্রীর বাবার বাড়ি। তাই তাঁর আগমন ঘিরে শুরু হয়ে গেছে প্রশাসনিক তোড়জোড়।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সফরের সম্ভাবনা তৎপর প্রশাসন
শুক্রবার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সফরের সম্ভাবনা মাথায় রেখে রামপুরহাট মহকুমার এসডিও সৌরভ পাণ্ডে, বিডিও, পঞ্চায়েত প্রধান ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব মিলে মন্দির এলাকা পরিদর্শন করেন। রাস্তা সারাই, ঝোপঝাড় পরিষ্কার এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এসডিও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর আসার খবর এখনও নিশ্চিত নয়,তবে তাঁকে সামনে রেখেই সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমনও হতে পারে, তিনি ভার্চুয়ালি মন্দির উদ্বোধন করবেন।
চাকাইপুরের পাশেই কুসুম্বা গ্রামে মমতার (Mamata Banerjee) মামারবাড়ি। সেখানেই থাকেন তাঁর প্রায় ৯০ বছরের মামা অনিল মুখোপাধ্যায়। তিনি জানাচ্ছেন, ভাগনির সঙ্গে বহুদিন দেখা হয়নি। তাঁর আশা, এবার চাকাইপুরে এলে নিশ্চয়ই কুসুম্বা গ্রামেও আসবেন মুখ্যমন্ত্রী। ২০১৯ সালে শেষবার তিনি ভাগনির সঙ্গে দেখা করেন। অনিলবাবুর মতে, ভাগনি একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন, সেই স্বপ্ন দেখেন তিনি।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) মামাতো ভাই নীহার মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী পম্পা মুখোপাধ্যায় সহ গ্রামবাসীদের উদ্যোগে চাকাইপুরের পুরনো দুর্গামন্দিরটি নতুন করে গড়ে তোলা হয়েছে। গত ২১ জুলাই তাঁরা কালীঘাটে গিয়ে মমতার (Mamata Banerjee) সঙ্গে দেখা করে মন্দির উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানান। মুখ্যমন্ত্রী তখন আশ্বাস দিয়েছিলেন, আসবেন।
আরও পড়ুনঃ ভিনরাজ্যে ‘হেনস্থা’ আটকাতে শেষ ভরসা ‘PPC’, আবেদনের ঢল মুর্শিদাবাদে
আগামী ২৭ থেকে ২৯ জুলাই বীরভূমে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। গ্রামবাসীদের আশা, এই সময়ের মধ্যেই দিদি মন্দির উদ্বোধন করবেন। একইসঙ্গে তাঁদের আরেকটি বড় দাবি, গ্রামে একটা হাই স্কুল তৈরি হোক। এখনকার পড়ুয়াদের তিন কিমি দূরের কুসুম্বা স্কুলে যেতে হয় ঝড়-বৃষ্টিতে। মুখ্যমন্ত্রীর গ্রামে যেন একটি উচ্চ বিদ্যালয় হয়, সেই অনুরোধও জানাবেন তাঁরা।