আগে অ্যাপ্রেন্টিসশিপ করুন, নতুন আইনজীবীদের উদ্দেশ্যে কড়া বার্তা প্রধান বিচারপতির

Published on:

Published on:

BR Gavai, legal career, supreme court, chief justice, India ভারতের বিচারব্যবস্থা, আইনজীবী পরামর্শ, সুপ্রিম কোর্ট, বিচারপতি গভাই

বাংলা হান্ট ডেস্কঃ সাধারণ মানুষের বিচার পাইয়ে দেওয়ার জন্য নতুন প্রজন্মের আইনজীবীদের কেমনভাবে কাজ করা উচিত, সেই বিষয়ে স্পষ্ট কথা বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গভাই (BR Gavai)। সম্প্রতি মহারাষ্ট্রের অমরাবতীতে নিজের গ্রাম দাড়াপুরে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। এই সভার আয়োজন করা হয়েছিল তাঁর প্রয়াত বাবা আরএস গভাইয়ের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে। তিনি আগে বিহার ও কেরলের রাজ্যপাল ছিলেন।

কেউ যদি ছ’মাসের মধ্যে BMW কিনে বড়লোক হতে চায়, তবে তাদের আসল লক্ষ্য কী?

সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি গভাই (BR Gavai) বলেন, “আইনের ডিগ্রি পেলেই বিচারালয়ে মামলা লড়া উচিত নয়। তার আগে কিছুদিন সিনিয়রের অধীনে কাজ শেখা দরকার। কেউ যদি ছ’মাসের মধ্যে BMW কিনে বড়লোক হতে চায়, তবে তাদের আসল লক্ষ্য কী, তা বুঝে নেওয়া উচিত।”

আরও পড়ুনঃ SIR ঘিরে উত্তাল বিহারে! ভোট বয়কটের হুমকি তেজস্বীর, বাংলায় কোন পথে হাঁটবে তৃণমূল?

তিনি আরও বলেন যে, “আইনের ছাত্ররা যেন প্রেস্টিজ বা স্টেটাসে মাথা ঘুরিয়ে না ফেলে। আজকাল অনেক জুনিয়র আইনজীবী সিনিয়রের জন্য চেয়ার অফার করে না। বিচারপতির ভর্ৎসনায় অনেকেই আদালতেই অসুস্থ হয়ে পড়ে। মনে রাখা দরকার, আইনজীবী আর বিচারপতি, দু’জনেই সমান। এই চেয়ার সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য। ক্ষমতা যেন অহঙ্কারে না রূপ নেয়।”

Chief Justice Br Gavai explains how lawyers should behave

আরও পড়ুনঃ দেশের মাটিতে প্রথম হাইড্রোজেন ট্রেন, চেন্নাইয়ে সফল পরীক্ষা, কবে থেকে চালু হবে?

উল্লেখ্য, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবসর নেওয়ার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বসেন বিআর গভাই (BR Gavai)। আসন্ন নভেম্বর মাসেই বিচারপতি গভাই (BR Gavai) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন। এরপর তাঁর পরিকল্পনা কী? এই প্রশ্নের উত্তরে গভাই স্পষ্ট জানিয়ে দেন, “সরকারি বা প্রশাসনিক কোনও পদে যাব না। সময় কাটাব দাড়াপুর, অমরাবতী আর নাগপুরেই।”