বর্ষায় ত্বক থেকে চুলের যত্ন নিতে কফিই দেখাবে কামাল, কিভাবে ম্যাজিক হবে? রইল টোটকা

Published on:

Published on:

Skin Care during monsoon season take cake your hair and skin with coffee

বাংলা হান্ট ডেস্ক: কফি খেতে ভালোবাসে না এমন মানুষ কম আছে। এই বৃষ্টির দিনে স্কুল, কলেজ, অফিস অথবা ডেটে গেলে সবার আগে কফির কথা মনে পড়ে। তবে এই বর্ষার সময় নিষ্প্রাণ ত্বক, চুলের হাল ফেরাতেও কাজে লাগান কফিকে (Skin Care)। হাতের কাছে কফি থাকলে বর্ষার সময় আর পার্লারে যাওয়ার দরকার পড়বে না। কারণ, কফির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বক ও চুলের দেখভালে সাহায্য করে। পাশাপাশি একাধিক মুশকিলকে আসান করে দিতে পারে কফি(Coffee)

ত্বক পরিচর্যার প্রসাধনীতে রাখুন কফি (Skin Care)

কফি খেলে স্বাস্থ্যের নানা রকম উপকার হয় তা অনেকেই জানে। কিন্তু, কফি ত্বকে কী ভাবে সাহায্য করে তাই জানাবো আজ। ত্বক পরিচর্যার ক্ষেত্রে কফির (Coffee) অবদান অনস্বীকার্য। বহু ঘরোয়া মাস্কেই দেখা যায় কফির পাউডার ব্যবহার করতে বলা হয়। শুধু তাই নয় অনেক প্রসাধনীতেও কফি রয়েছে বলে দাবি করা হয়।

Skin Care during monsoon season take cake your hair and skin with coffee

 

ত্বক এক্সফোলিয়েশন: ত্বক থেকে মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে কফি। এই মৃত কোষ পরিষ্কার করতে কফির গুঁড়োর সঙ্গে নারকেল তেলে মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। এতে ত্বকের জেল্লা ফিরবে ও রক্ত সঞ্চালন বাড়বে।

ঠোঁটের স্ক্রাব: ঠোঁটে কালো দাগ হয়ে গেছে। তাহলে কফি গুঁড়োতে অল্প মধু মিশিয়ে ঠোঁটের উপর স্ক্রাব করতে হবে। এর ফলে ঠোঁটের উপর থাকা মৃত কোষ পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি ঠোঁট নরম হয়ে উঠবে। ও ঠোঁটের কালচে দাগ পরিষ্কার হয়ে যাবে।

চুলের মাস্ক: ত্বকের পাশাপাশি চুলের জন্য ভীষন উপকারী কফি (Coffee)। নানান রকমের হেয়ার প্রোডাক্ট ব্যবহার করে চুলের বারোটা বাজে আমাদের। তারপর চুলের খারাপ অবস্থা দূর করতে হাজার হাজার টাকা খরচ করা হয়। তবে আশানুরূপ ফল পাওয়া যায় না। কিন্তু বাড়িতে গরমের জলের সঙ্গে কফি ফুটিয়ে নিয়ে সেই মিশ্রনটি চুলে মাখলে চুল মসৃণ হয়ে ওঠে। পাশাপাশি পাকা চুল গুলির আর সমস্যা থাকে না।