বাংলা হান্ট ডেস্ক: নিম্নচাপ সরে গিয়েছে গতকালই। নিম্নচাপ থেকে এ যাত্রায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রেহাই। তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে রাজ্যে। ফলত প্রচুর বেশি পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে। আর বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আবহাওয়া দপ্তর বলছে, আজ ছুটির দিনেও ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। ঝড়-বৃষ্টির দাপট আর কতদিন চলবে? জানাল আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা কতদিন? South Bengal Weather
হাওয়া অফিস বলছে, সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাজারি বৃষ্টি হবে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
রবিবার অধিক বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গে আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
এরপর সোমবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দুই বর্দমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সব জেলায়। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও বৃষ্টি চলবে। এদিন অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: যৌন উত্তেজক কনটেন্টের ছড়াছড়ি, বহু বিতর্কে জড়ানো ‘অল্ট বালাজি’র ঝাঁপ বন্ধ! ফুঁসে উঠলেন একতা
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
আজ রবিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতিভারী বর্ষণের সম্ভাবনা। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কোচবিহার, কালিম্পং এ। সতর্কতা জারি রয়েছে এসব জেলায়। বাকি অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।