‘ধূমকেতু’ই শেষ, আর ফিরবে না দেব-শুভশ্রী জুটি? মুখ খুললেন সাংসদ

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : টলিউডে এ বছরের অন্যতম বড় ছবি হতে চলেছে ধূমকেতু। দীর্ঘ ৯ বছর এই ছবি অবশেষে দেখতে চলেছে মুক্তির আলো। আর সেই সঙ্গে বছরের অন্যতম বহু প্রতীক্ষিত ছবি হয়ে উঠছে ধূমকেতু। এই ছবির হাত ধরেই এক দশকেরও বেশি সময় পর ফের একসঙ্গে কাজ করছেন দেব (Dev) শুভশ্রী। তবে এটাই কি শেষ?

এটাই কি দেব (Dev) শুভশ্রী জুটির শেষ ছবি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখে পড়তে হয় দেবকে (Dev)। তিনি বলেন, ছবিটি যদি তাঁর দর্শকদের ভালো লাগে, তারা যদি আবদার করেন তবে তা ফিরিয়ে দেওয়ার অধিকার তাঁরও নেই বলে মন্তব্য করেন দেব। অর্থাৎ আবারও একসঙ্গে কাজ করার একটি ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।

Will dhumketu be last movie of dev subhashree

কী জানান অভিনেতা: দেব (Dev) সম্প্রতি বলেন , ‘ওই সময়ে শুভশ্রীর জন্যই ধূমকেতু করতে রাজি হয়েছিলাম। এই ছবি টায় ও যেরকম অভিনয় করেছে, দারুণ! এখন যদিও ওর অভিনয় অনেক পরিণত, তবু বলব’। এত বছর পর দেবের (Dev) এই মন্তব্যে আপ্লুত ‘দেবশ্রী’ ভক্তরা।

আরও পড়ুন : শুভশ্রী বাদ, জি বাংলার মহালয়ায় মুখ বদল? জল্পনায় দেবের এই নায়িকা!

মুক্তি পেয়েছে ছবির টিজার: এই ছবি (Dhumketu) নিয়ে নানান জল্পনা শোনা গিয়েছিল। গুঞ্জন শোনা গিয়েছিল, এই ছবিতে নাকি প্রথমবার লিপলক করতে দেখা যাবে দেব (Dev) শুভশ্রীকে, যার এক ঝলক দেখা গিয়েছে টিজারেও। পাশাপাশি এও শোনা গিয়েছিল, রুদ্রনীল ঘোষের কেরিয়ারের অন্যতম সেরা কাজ নাকি ধূমকেতু। টিজারে দেখা মিলেছে তাঁরও।

আরও পড়ুন : যৌন উত্তেজক কনটেন্টের ছড়াছড়ি, বহু বিতর্কে জড়ানো ‘অল্ট বালাজি’র ঝাঁপ বন্ধ! ফুঁসে উঠলেন একতা

ধূমকেতুর প্রচার তাঁরা শুরু করেছেন বটে, তবে আলাদা আলাদা ভাবে। এখনও পর্যন্ত একসঙ্গে দেখা মেলেনি তাঁদের। সম্প্রতি ছবির গান লঞ্চের অনুষ্ঠানে দেখা যায় দেবকে (Dev)। তবে শুভশ্রীর অনুপস্থিতি নজর এড়ায়নি কারোরই।