চলন্ত অ্যাম্বুলেন্সেই গণধর্ষণ অচৈতন্য তরুণীকে! এই রাজ্যের ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সরকারি হাসপাতাল থেকে কলেজ, এমনকি অ্যাম্বুলেন্সের মতো অতি জরুরি পরিষেবাতেও সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠে যাচ্ছে বড় প্রশ্ন। এর আগে প্রথম দুই স্থানেই ধর্ষণের (Rape) মতো নিকৃষ্ট ঘটনার শিকার হয়েছেন নির্যাতিতারা। এবার ছাড় পেল না অ্যাম্বুলেন্সও। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অচৈতন্য অবস্থায় এক তরুণীকে গণধর্ষণের (Rape) অভিযোগ উঠল।

চলন্ত অ্যাম্বুলেন্সেই এবার গণধর্ষণের (Rape) অভিযোগ!

ঘটনাস্থল বিহার (Bihar)। সে রাজ্যের বোধগয়া থানা এলাকার বিএমপি-৩ প্যারেড গ্রাউন্ডে চলছিল হোম গার্ড নিয়োগছর পরীক্ষা। সেই পরীক্ষায় দৌড় প্রতিযোগিতার সময় হঠাৎ করে জ্ঞান হারান নির্যাতিতা তরুণী। দ্রুত তাঁকে হাসপাতালে পাঠাতে ব্যবস্থা করা হয় অ্যাম্বুলেন্সের। কিন্তু সেখানেই যে এতবড় বিপদ ওঁত পেতে রয়েছে তা হয়তো ঘুণাক্ষরেও টের পাননি ওই তরুণী।

Rape allegation in ambulance in this state

গ্রেফতার হয়েছে দুজন: অভিযোগ, চলন্ত অ্যাম্বুলেন্সেই গণধর্ষণ (Rape) করা হয় তরুণীকে। তাঁর অচৈতন্য অবস্থার সুযোগ নিয়েই এই চরম নিকৃষ্ট ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন দুজন। অভিযোগের ভিত্তিতে অ্যাম্বুলেন্সের চালক এবং টেকনিশিয়ানকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন : যৌন উত্তেজক কনটেন্টের ছড়াছড়ি, বহু বিতর্কে জড়ানো ‘অল্ট বালাজি’র ঝাঁপ বন্ধ! ফুঁসে উঠলেন একতা

সুবিচারের আশ্বাস পুলিশের: সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বোধগয়া (Bodhgaya) থানায় এই ঘটনায় দায়ের করা হয়েছে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, তদন্তের জন্য গঠন করা হয়েছে ‘সিট’। পুলিশ সুপার এই ঘটনায় যত দ্রুত সম্ভব চার্জশিট দাখিল করে নির্যাতিতাকে সুবিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন : ‘ধূমকেতু’ই শেষ, আর ফিরবে না দেব-শুভশ্রী জুটি? মুখ খুললেন সাংসদ

এদিকে বিভিন্ন রাজ্যে এই ধরণের ঘটনার বাড়বাড়ন্তে বারংবার প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে নারী নিরাপত্তা। নিজের কর্মস্থল হাসপাতাল থেকে শিক্ষাঙ্গন, এমনকি অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সেও যদি লালসার শিকার হতে হয়, তবে নিরাপত্তা কোথায়? ধর্ষণ-নির্যাতনের একের পর এক ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পড়ছে আমজনতার।