বাংলা হান্ট ডেস্ক: প্রতিবাদ ও বিতর্কের আবহেই আসন্ন এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের (India-Pakistan) মধ্যে ক্রিকেটের ময়দানে লড়াই নিশ্চিত। গত ২৬ জুলাই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। সূচি অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচটি আগামী ১৪ সেপ্টেম্বর (রবিবার) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সম্পন্ন হবে।
এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (India-Pakistan):
ভারত ও পাকিস্তান ৩ বার মুখোমুখি হতে পারে: উল্লেখ্য যে, ভারত এবং পাকিস্তান (India-Pakistan) একই গ্রুপে রয়েছে। এমতাবস্থায়, আগামী ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে এই ২ টি দল ওই টুর্নামেন্টে দ্বিতীয়বার মুখোমুখি হতে পারে। এদিকে, যদি উভয় দলই ফাইনালে পৌঁছায়, তাহলে সেটি হবে ওই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানের তৃতীয় লড়াই।
𝐓𝐡𝐞 𝐛𝐚𝐭𝐭𝐥𝐞 𝐟𝐨𝐫 𝐀𝐬𝐢𝐚𝐧 𝐬𝐮𝐩𝐫𝐞𝐦𝐚𝐜𝐲 𝐢𝐬 𝐛𝐚𝐜𝐤! 🏏
The ACC Men’s T20I Asia Cup kicks off from 9th to 28th September in the UAE! 🤩
Get ready for thrilling matchups as the top 8 teams in Asia face off for continental glory! 👊#ACCMensAsiaCup2025 #ACC pic.twitter.com/JzvV4wuxna
— AsianCricketCouncil (@ACCMedia1) July 26, 2025
একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান: জানিয়ে রাখি যে, গ্রুপ এ-তে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান রয়েছে। অপরদিকে, গ্রুপ বি-তে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং রয়েছে। ভারত আগামী ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে এই টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করবে। পাশাপাশি, ভারতের সমস্ত ম্যাচ দুবাইতে সম্পন্ন। হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই ২ টি জায়গায় ম্যাচ সম্পন্ন হবে: মোট ১৯ ম্যাচের এই টুর্নামেন্টের জন্য ACC ১৭ সদস্যের দলকে অনুমতি দেবে এবং ম্যাচগুলি দুবাই এবং আবুধাবিতে সম্পন্ন হবে। গত ২৪ জুলাই ACC-র বৈঠকে এশিয়া কাপের ভেন্যু নির্ধারণ করা হয়েছিল। ওই সভায় ২৫ টি সদস্য দেশ অংশগ্রহণ করেছিল।
ভারত আয়োজক হলেও এশিয়া কাপ কেন সংযুক্ত আরব আমিরশাহীতে সম্পন্ন হচ্ছে: জানিয়ে রাখি যে, এই টুর্নামেন্টের আয়োজক হল BCCI। কিন্তু, এটি সংযুক্ত আরব আমিরশাহীতে সম্পন্ন হচ্ছে। কারণ, ভারত ও পাকিস্তান (India-Pakistan) পারস্পরিকভাবে সম্মত হয়েছে যে তারা ২০২৭ সাল পর্যন্ত শুধুমাত্র নিরপেক্ষ ভেন্যুতে প্রতিযোগিতা করবে। মূলত, দুই দেশের মধ্যে উত্তেজক পরিস্থিতি বজায় থাকার কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: ১ অগাস্ট থেকেই শুরু হচ্ছে ১ লক্ষ কোটির স্কিম! তৈরি হবে ৩.৫ কোটি কর্মসংস্থান, বড় পদক্ষেপ কেন্দ্রের
এশিয়া কাপে গ্রুপ পর্বের জন্য ভারতের শিডিউল:
১০ সেপ্টেম্বর, ২০২৫: ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী
১৪ সেপ্টেম্বর, ২০২৫: ভারত বনাম পাকিস্তান (India-Pakistan)
১৯ সেপ্টেম্বর, ২০২৫: ভারত বনাম ওমান
সুপার ফোরের শিডিউল:
২০ সেপ্টেম্বর, ২০২৫: বি১ বনাম বি২
২১ সেপ্টেম্বর, ২০২৫: এ১ বনাম এ২ (ভারত বনাম পাকিস্তানের সম্ভাব্য ম্যাচ)
২৩ সেপ্টেম্বর, ২০২৫: এ২ বনাম বি১
২৪ সেপ্টেম্বর, ২০২৫: এ১ বনাম বি২
২৫ সেপ্টেম্বর, ২০২৫: এ২ বনাম বি২
২৬ সেপ্টেম্বর ২০২৫: এ১ বনাম বি১
২৮ সেপ্টেম্বর, ২০২৫: ফাইনাল