ভবিষ্যতের মূল্যবৃদ্ধি দেখেই সিদ্ধান্ত! সুদ নিয়ে স্পষ্ট বার্তা দিল Reserve Bank Of India

Published on:

Published on:

RBI Dampens Rate Cut Hopes Despite Low Inflation

বাংলা হান্ট ডেস্কঃ আগস্ট মাসেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর তরফে নতুন ঋণ নীতি ঘোষণার কথা। স্বাভাবিকভাবেই দেশের মধ্যবিত্ত, গৃহঋণগ্রহীতা, ব্যবসায়ীরা অনেকেই আশা করেছিলেন রেপো রেটে (Repo Rate) কিছুটা হলেও ছাড় দেবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। কারণ হিসেবে ধরা হয়েছিল মূল্যবৃদ্ধির হার। গত কয়েক বছরের তুলনায় এবছর মূল্যবৃদ্ধির হার অনেকটাই কমেছে। ফলে অনেকেরই ধারণা ছিল, এবার সুদের হার কমতে পারে।

কিন্তু আরবিআই (RBI)-এর গভর্নর সঞ্জয় মালহোত্রার সাম্প্রতিক মন্তব্য সেই আশায় যেন জল ঢেলে দিল। তিনি স্পষ্ট জানান, মূল্যবৃদ্ধির হার যদিও এই মুহূর্তে ২.১ শতাংশে পৌঁছেছে, যা গত ৬ বছরের মধ্যে সবচেয়ে কম, তবু আরবিআই (RBI) এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাচ্ছে না। কারণ, ভবিষ্যতে মূল্যবৃদ্ধির গতি কোন পথে যায়, সেটাই মূল নির্ধারক হবে।

বাজারের বাস্তব পরিস্থিতি ভাবাচ্ছে

অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সরকারি পরিসংখ্যানে মূল্যবৃদ্ধি কমে এলেও বাস্তবে খুচরো বাজারে সাধারণ মানুষ এখনো স্বস্তি পাচ্ছেন না। নিত্যপ্রয়োজনীয় বহু জিনিসপত্রের দাম বাড়ছে ক্রমাগত। বিশেষ করে খাদ্যদ্রব্য, গৃহস্থালির জিনিস ও জ্বালানি খাতে সাধারণ মানুষের খরচ বেড়েছে অনেকটাই।

এই অবস্থায়, সুদের হার কমানো হলে ব্যাঙ্কঋণ সস্তা হতো, গৃহঋণ ও ব্যক্তিগত ঋণের EMI কমতো। ফলে সরাসরি উপকৃত হতেন দেশের সাধারণ মানুষ। কিন্তু এখনই সেই সিদ্ধান্ত নেওয়ার পক্ষে নয় আরবিআই (RBI)।

অর্থনীতির গতি বাড়ানোর আশ্বাস

যদিও গভর্নর আশ্বাস দিয়েছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধিকে আরও শক্তিশালী করতে রিজার্ভ ব্যাঙ্ক (RBI) প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ঠিক কোন পথে সেই পদক্ষেপ হবে, তা এখনও স্পষ্ট না হলেও, ব্যবসায়িক মহল আশাবাদী যে, উৎসবের মরসুমের আগেই কিছু ইতিবাচক পদক্ষেপ দেখা যেতে পারে।

RBI Dampens Rate Cut Hopes Despite Low Inflation

আরও পড়ুনঃ তৃণমূল ছেড়ে বিজেপিতে একাধিক নেতা, ভোটের আগেই নন্দীগ্রামে জয় বিজেপির

এই মুহূর্তে রিজার্ভ ব্যাঙ্ক (RBI) অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে, এমনটাই মনে করছে দেশের আর্থিক মহল। তবে, মূল্যবৃদ্ধি পুরোপুরি নিয়ন্ত্রণে না এলে, সুদের হারে ছাড় মিলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।