বাড়বে ঝড়-বৃষ্টি! সোম থেকে শনি, দক্ষিণবঙ্গের কোথায় কোথায় দুর্যোগ? আবহাওয়ার আগাম খবর

Published on:

Published on:

south bengal weather(27)

বাংলা হান্ট ডেস্ক: ভরা শ্রাবণে খেল দেখাচ্ছে আবহাওয়া। নিম্নচাপ কাটলেও এখনই রেহাই নেই বৃষ্টি থেকে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী সপ্তাহেও ঝড়-বৃষ্টি চলবে রাজ্যের জেলায় জেলায়। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। সবমিলিয়ে কেমন থাকবে গোটা সপ্তাহের আবহাওয়া? আগাম আপডেট দেখুন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী বর্ষণ হবে। তালিকায় দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি হবে।

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, পুরুলিয়ায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আবার কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাতেও। তবে শহরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন:  পড়ুয়াদের ল্যাপটপ দিচ্ছে কেন্দ্র? সত্যিই চালু হল ‘One Student One Laptop Scheme’? খোলসা করে বলল PIB

বুধবার ভারী বৃষ্টি হতে পারে কেবল বীরভূম ও মুর্শিদাবাদে। তারপর থেকে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমতে পারে। তবে একেবারে রেহাই মিলবে না। শনিবার পর্যন্ত কম-বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ গোটা সপ্তাহই ঝড়-জলের পূর্বাভাস।

south bengal weather(25)

আরও পড়ুন: অগস্টে উঠছে DA মামলা! তার আগে সরকারের উপর চাপ বাড়াতে সোমে বড় কর্মসূচী সরকারি কর্মীদের

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টি চলবে। আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, মালদা, দক্ষি দিনাজপুরে। এরপর মঙ্গলবার ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি জেলায়। মঙ্গল ও বুধবার কিছুটা বৃষ্টির পরিমাণ কমলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।