টলিপাড়ায় পিসি-ভাইঝি সংঘাত! নাম না করে মমতাকে খোঁচা তাঁরই আপনজনের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : টলিপাড়ার শিল্পীরা প্রায়ই জড়ান কোনও না কোনও বিতর্কে। তাঁদের বিভিন্ন মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় নেটপাড়ায়। ফলস্বরূপ সমালোচনার মুখে পড়েন তাঁরা। এমনকি কখনও কখনও আপনজনের থেকেও কটাক্ষ বাণ উড়ে আসে। এবার টলিপাড়ায় খ্যাতনামা শিল্পী মমতা শঙ্করকে (Mamata Shankar) নাম না করে কটাক্ষ করলেন তাঁরই আপন ভাইঝি!

মমতা শঙ্করের (Mamata Shankar) মন্তব্য নিয়ে বিতর্ক

দিন কয়েক আগেই নিজের কিছু মন্তব্যের কারণে বিতর্কে জড়ান পদ্মশ্রী প্রাপ্ত অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্কর (Mamata Shankar)। মহিলাদের ঋতুস্রাবের সময় বাবা-ছেলেকে স্যানিটারি ন্যাপকিন কিনতে পাঠানো নিয়ে, বিজ্ঞাপনের ধরণ নিয়েও আপত্তি প্রকাশ করেন তিনি। প্রবীণ শিল্পী স্পষ্ট জানান, তিনি কিছুতেই নিজের বাবা বা ছেলেকে দিয়ে ন্যাপকিন কিনতে পাঠাতে পারবেন না। পাশাপাশি অন্তর্বাস বা ন্যাপকিনের বিজ্ঞাপনের ধরণ নিয়েও আপত্তি প্রকাশ করেছিলেন মমতা শঙ্কর (Mamata Shankar)। এই আবহে তাঁরই ভাইঝি শ্রীনন্দা শঙ্করের (Sreenanda Shankar) একটি পোস্ট ভাইরাল হচ্ছে। কী লেখা সেখানে?

Did mamata shankar niece took a dig at her

কী লিখেছেন শ্রীনন্দা: সোশ্যাল মিডিয়ায় শ্রীনন্দা লিখেছেন, ‘বংশগৌরব আর প্রতিভা একজন মানুষকে চেনায় না — তার চিন্তা আর বিশ্বাসই আসল। এখন আর সেই দিন নেই যখন মানুষ একজন অভিনেতাকে তার চরিত্র ভেবে নিত। তারকাদের রাগ-অভিমান এখন পুরনো হয়ে গেছে। আজকের দিনে মানুষ হিসেবে আপনি কেমন, সেটাই আসল। কিন্তু সমস্যা হলো, অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেনি, তাই তারা বিরক্ত আর তিক্ত হয়ে পড়ে।’

আরও পড়ুন : বাজারে ছোটাছুটির ঝক্কির দিন শেষ, ইলিশ কিনে, রান্না করে বাড়িতে পৌঁছে দেবে ‘Ilish Online’

নেটপাড়ার সমর্থন পেয়েছেন অভিনেত্রী: শ্রীনন্দার এই পোস্ট দেখে নেটপাড়ার একাংশের মতে, পরোক্ষে পিসি মমতা শঙ্করকেই (Mamata Shankar) কটাক্ষ করেছেন তিনি। তাঁর এই পোস্টে উপচে পড়েছে কমেন্ট। একজন লিখেছেন, ‘সরাসরি কাউকে আক্রমণ না করেও অনেক কথা বলা যায়, এই পোস্ট তার উদাহরণ। শ্রদ্ধা জানালাম।’ আরেকজন লিখেছেন, ‘আপনার এই পোস্টের ভীষন দরকার ছিল। ওনাকে সমালোচনা করার মতো আমাদের কারোর যোগ্যতা নেই এই লিখে সাপোর্ট করে সবাই ফলোয়ার বাড়িয়ে নিচ্ছে। (ওটাই আসল উদ্দ্যেশ্য) আপনি আগের বারও সুন্দর ভাষায় বিরোধিতা করে পোস্ট করেছিলেন। এই জন্যই আপনাকে এতো ভালোলাগে। অপ্রিয় সত্যি কথা সবাই বলে না’।

আরও পড়ুন : আতঙ্কের নতুন নাম ‘প্যান ২.০ স্ক্যাম’, ভুয়ো ইমেলে সর্বস্বান্ত হওয়ার ফাঁদ! কীভাবে বাঁচবেন?

প্রসঙ্গত, প্রয়াত আনন্দ শঙ্কর এবং তনুশ্রী শঙ্করের কন্যা শ্রীনন্দা শঙ্কর। এর আগেও এক সাক্ষাৎকারে শঙ্কর পরিবার নিয়ে বিষ্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছিল তাঁকে। একই সঙ্গে তিনি বলেছিলেন, নিজের পরিবারের ঐতিহ্য নিয়ে কখনোই মাতামাতি করেননি। মমতা শঙ্করের বক্তব্য নিয়ে যখন কাটাছেঁড়া চলছে নেট পাড়ায়, তখন তাঁরই ভাইঝির এমন পোস্টে নতুন করে প্রশ্ন উঠতে পারে বলেই মনে করছেন অনেকে।