বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি মাসের একদম অন্তিম পর্যায়ের দিকে উপস্থিত হয়েছি আমরা। আর মাত্র ৪ দিন পরেই আমরা পৌঁছে যাব বছরের অষ্টম মাস অগাস্টে। এদিকে, ২০২৫ সালের অগাস্ট মাসে, দেশের বিভিন্ন রাজ্যে উৎসব এবং সাপ্তাহিক ছুটি সহ মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে। মূলত, স্বাধীনতা দিবস থেকে শুরু করে রাখিবন্ধন, জন্মাষ্টমী এবং গণেশ চতুর্থীর মতো উৎসবগুলি আগামী মাসে রয়েছে। RBI-এর ছুটির ক্যালেন্ডার অনুসারে, ছুটির দিনগুলি অঞ্চল অনুসারে নির্ধারিত হয়। তাই, গ্রাহকদের অবশ্যই এই ছুটি সম্পর্কে জেনে রাখা উচিত এবং গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং কাজগুলি সেই অনুযায়ী করা প্রয়োজন।
অগাস্ট মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays):
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ছুটির ক্যালেন্ডার অনুসারে, ২০২৫ সালের অগাস্ট মাসে বিভিন্ন রাজ্য এবং অঞ্চলে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতে ব্যাঙ্ক ছুটি জোন অনুসারে নির্ধারিত হয়। প্রতিটি রাজ্যে এক থেকে চারটি জোন থাকতে পারে এবং যে অঞ্চলে ছুটি থাকে, সেই অঞ্চলে সমস্ত ব্যাঙ্ক সেই দিন বন্ধ থাকে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা আগামী মাসে ব্যাঙ্ক কোন কোন দিন বন্ধ থাকছে সেই তালিকা উপস্থাপিত করছি।
৩ অগাস্ট, ২০২৫: রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে। ত্রিপুরায় কের পূজার জন্যও এই দিনে ছুটি থাকবে।
৮ অগাস্ট, ২০২৫: টেন্ডং লো রাম ফাতের কারণে সিকিম এবং ওড়িশায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৯ অগাস্ট, ২০২৫: রাখি বন্ধনের কারণে উত্তরাখণ্ড থেকে শুরু করে উত্তরপ্রদেশ, হরিয়াণা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৩ অগাস্ট, ২০২৫: দেশপ্রেম দিবসের কারণে মণিপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৫ অগাস্ট, ২০২৫: স্বাধীনতা দিবসের কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৬ অগাস্ট, ২০২৫: জন্মাষ্টমী এবং পার্সি নববর্ষের কারণে গুজরাট এবং মহারাষ্ট্রে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন: রয়েছে শ্রবণশক্তির সমস্যা! ছোট দুই কন্যাকে সামলেই ৪০ বছর বয়সে হলেন IAS, অবাক করবে নিশার কাহিনি
২৬ অগাস্ট, ২০২৫: গণেশ চতুর্থী উপলক্ষ্যে কর্ণাটক এবং কেরালায় ছুটি থাকবে।
২৭ অগাস্ট, ২৯২৫: গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব, ওড়িশা, সিকিম, তামিলনাড়ু এবং তেলেঙ্গানায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৮ অগাস্ট, ২০২৫: নুয়াখাইয়ের কারণে ওড়িশা, পাঞ্জাব এবং সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৯ ও ২৩ অগাস্ট: দ্বিতীয় ও চতুর্থ শনিবারের কারণে সারা দেশে ব্যাঙ্ক (Bank Holidays) বন্ধ থাকবে।
অন্যদিকে, ১০, ১৭, ২৪ ও ৩১ অগাস্ট রবিবারের কারণে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন: একাধিক অভিযানে ব্যর্থ! ভারতকে টক্কর দিতে চিনের কাছ থেকে হেলিকপ্টার কিনে “ফেঁসে গেল” পাকিস্তান
এমতাবস্থায়, গ্রাহকদের অবশ্যই ব্যাঙ্কের ছুটির (Bank Holidays) দিনগুলি মাথায় রেখে ব্যাঙ্কিং পরিষেবা সংক্রান্ত কাজ করতে হবে। যদিও, ব্যাঙ্ক ছুটি থাকলেও ওই দিনগুলিতে ব্যাঙ্কের অনলাইন সংক্রান্ত সমস্ত পরিষেবা সচল থাকবে। অর্থাৎ, অনলাইনে টাকা লেনদেন থেকে শুরু করে ATM থেকে টাকা তোলার ক্ষেত্রেও কোনও অসুবিধা হবে না।