শিক্ষকদের উৎসশ্রী পোর্টাল নিয়ে সুখবর! বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ

Published on:

Published on:

teachers

বাংলা হান্ট ডেস্ক: শিক্ষকদের (Teachers) উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) নিয়ে বড় আপডেট সামনে আসছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত ২৩শে জুলাই উৎসশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফারের আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করার কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

হাজার হাজার শিক্ষকদের স্বস্তি | Teachers

পর্ষদ তরফে সকল ডিপিএসসি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার অর্থাৎ পারস্পরিক বদলির জন্য করা যেসব আবেদনগুলি বিভিন্ন জটিলতার কারণে আটকে ছিল, সেগুলি আনলক করে আবেদনকারীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আবেদনকারী শিক্ষকরা নিজেদের আবেদনপত্রে প্রয়োজনীয় সংশোধন করে নিতে পারবেন।

উল্লেখ্য, উৎসশ্রী পোর্টালে মিউচুয়াল ট্রান্সফারের আবেদন প্রক্রিয়াটি প্রযুক্তিগত জটিলতার কারণে আটকে ছিল। বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছিল। যার কারণে শিক্ষকরা আবেদন করেও কোনো সদুত্তর পাচ্ছিলেন না। তবে এবার পর্ষদের এই পদক্ষেপে সেই জটিলতার কাটল বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: একাধিক অভিযানে ব্যর্থ! ভারতকে টক্কর দিতে চিনের কাছ থেকে হেলিকপ্টার কিনে “ফেঁসে গেল” পাকিস্তান

পর্ষদের এই বিজ্ঞপ্তি হাজার হাজার প্রাথমিক শিক্ষকদের জন্য বড়সড় স্বস্তির খবর বলেই মনে করা হচ্ছে। কারণ এর ফলে এই বদলির গোটা প্রক্রিয়াটি ফের সচল হল।

teachers(1)

আরও পড়ুন: কাঁধে কাঁধ মিলিয়ে জয় রাম-বামের, দাসপুর কো-অপারেটিভ ভোটে জায়গা না পেয়ে হাইকোর্টে গেল তৃণমূল

পারস্পরিক বদলি কী? যদি দু’জন শিক্ষক পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিজেদের কর্মস্থান বদল করতে সহমত হন তাহলে তাকে বলা হয় ‘পারস্পরিক বদলি’। প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সরকারি শিক্ষক-শিক্ষিকারা (Teachers) পোর্টালের মাধ্যমে পারস্পরিক বদলির আবেদন করতে পারবেন।