বাংলা হান্ট ডেস্কঃ বছর শুরুতেই পুর নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) নিয়ে ফের জোরদার অ্যাকশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorates)। শুক্রবার সাতসকালে রাজ্যের দমকলমন্ত্রী সহ তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরের বাড়িতে হানা দেয় ইডি। গতকাল সকাল থেকে ইডি-র অভিযানের বহর দেখে একটাই প্রশ্ন উঠে আসছিল ,ঠিক কোন নতুন মোড় নিতে চলেছে তদন্ত? দমকলমন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস রায় ও উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে ম্যারাথন অভিযান চালায় ইডি আধিকারিকরা। কিন্তু কোন সূত্রে এই তিন হেভিওয়েটের বাড়িতে ইডি? শুরু হয় জল্পনা।
ইডি সূত্রে জানা যায়, পুর নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত জেলবন্দি অয়ন শীলের সূত্র ধরেই শাসকদলের তিন নেতার দরজায় ইডি। জানা গিয়েছে, গত বছর এই অয়ন শীলের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার করেছিল ইডি। সেই ডায়েরিতেই কোড আকারে লেখা ছিল বেশ কিছু নাম, কোড নেম। পুরো নাম লিখে নয়, অয়নের ডায়েরিতে প্রভাবশালীদের নাম লেখা থাকত কোডে।
তাহলে কি ডায়েরি দেখেই এই তিন হেভিওয়েটের কাছে পৌঁছেছে ইডি? সূত্রের খবর, SB, MM, ‘তাপস দা’- এমনই কিছু কোড নেম পাওয়া গিয়েছে পুর নিয়োগ দুর্নীতির ‘মূল পান্ডা’ অয়নের ডায়েরি থেকে। এরপরেই এই নিয়ে অয়নকে জিজ্ঞাসবাদ করে ইডি। জানা গিয়েছে, অয়নের কাছ থেকে সেই সব নামের অর্থ জানতেই তল্লাশি অভিযানে নেমেছে ইডি। যদিও ওই কোড নেমগুলি কাদের, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
উল্লেখ্য, রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার তথা প্রযোজক অয়ন শীলের সূত্র ধরেই সর্বপ্রথম পুর নিয়োগ দুর্নীতির হদিস মেলে। পুরসভায় নিয়োগ দুর্নীতির খোঁজ মিলতেই আলাদা মামলা দায়ের করে একজোটে তদন্তে নামে সিবিআই, ইডি। ওদিকে এই পদক্ষেপের বিরোধিতা করে হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেখানে সুরাহা না পেলে পরে সুপ্রিম কোর্টে ছোটে রাজ্য সরকার।
আরও পড়ুন: কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামবে ৭ ডিগ্রিতে? কোথায় কোথায় বৃষ্টি? আবহাওয়ার খবর
তবে রাজ্যের আবেদন খারিজ করে শীর্ষ আদালতের (Supreme Court) স্পষ্ট নির্দেশ দেয়, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে বাধা নয়। একজোটে এই মামলায় তদন্ত চালাতে পারবে কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই। সুপ্রিম কোর্টের থেকে সবুজ সংকেত মেলার পরই কোমর বেঁধে ময়দানে নামে সিবিআই।
এর আগে এই পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বিধায়ক মদন মিত্র সহ একাধিক নেতা পুর কর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর নয়া বছরের সেই লিস্টে আরও তিন নাম। ইডি সূত্রে খবর, গতকাল যে তিনজনের বাড়িতে তল্লাশি চলছে, তারা সকলেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও না কোনও পুরসভার সঙ্গে যুক্ত ছিলেন।