বাংলা হান্ট ডেস্ক : নির্মল ভারত থেকে স্বচ্ছ ভারত অভিযান (Swachh Bharat Abhijan), কেন্দ্র থেকে বারবার স্বচ্ছতার কথা বলা হচ্ছে। দেশের রাস্তাঘাট থেকে নোংরা, ময়লা দূর করে এক পরিস্কার পরিছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তা দিচ্ছে ভারত সরকার (Government Of India)। যদিও আমাদের চারপাশের দিকে তাকালে বেশ হতাশই হতে হবে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের (West Bengal) অবস্থা তো ভালোই হতাশাজনক।
সম্প্রতি প্রকাশিত বার্ষিক পরিচ্ছন্নতা সমীক্ষা অনুসারে পশ্চিমবঙ্গের হাওড়া (Howrah) ভারতের সবচেয়ে নোংরা শহর (Dirtiest City) হিসাবে স্থান পেয়েছে। তবে আরও মজার বিষয় হল ১ লাখের বেশি জনসংখ্যা সহ দশটি নোংরা শহরের সবগুলোই পশ্চিমবঙ্গের। এই সমীক্ষা কল্যাণী, মধ্যগ্রাম, কৃষ্ণনগর, আসানসোল, রিশা, বিধাননগর, কাঁচরাপাড়া, কলকাতা এবং ভাটপাড়াকে হাওড়ার পরে সবচেয়ে নোংরা শহর হিসাবে চিহ্নিত করেছে।
সূত্রের খবর, কলকাতা ও ভাটপাড়া বাদ দিয়ে বাকি আটটি শহর পরিচ্ছন্নতার নিরিখে ১০০০-এর কম স্কোর করেছে। একই সাথে মেঘালয়ের শিলং, বিহারের খাগরিয়া এবং সীতামারহিওর অবস্থাও বেশ খারাপ। অন্যদিকে মধ্যপ্রদেশের ইন্দোর টানা সপ্তমবারের মতো ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের খেতাব অর্জন করেছে। তারপরেই স্থান করে নিয়েছে গুজরাটের সুরাত, মহারাষ্ট্রের নবি মুম্বাই, অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম এবং মধ্যপ্রদেশের ভোপাল।
মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের মত শহরগুলিও পরিষ্কার, পরিচ্ছন্নতার দিক দিয়ে ভালো নম্বর পেয়েছে। অন্যদিকে, অরুণাচল প্রদেশ, মিজোরাম, রাজস্থান এবং নাগাল্যান্ড নিচের দিকে জায়গা করেছে। পরিচ্ছন্ন ক্যান্টনমেন্ট বোর্ডের বিভাগে, মধ্যপ্রদেশের মহউ ক্যান্টনমেন্ট বোর্ড প্রথম স্থানে রয়েছে, এবং নৈনিতাল ক্যান্টনমেন্ট শেষ স্থানে রয়েছে।