বাংলা হান্ট ডেস্কঃ ফের শিরোনামে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam)। বিধানসভা ভোটের আবহে সোমবার বীরভূম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার মাঝেই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিন্হাকে (Chandranath Sinha) তলব ইডির (ED)। রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার কাছে নোটিস গেল মমতার সফরের মাঝেই।
ED-র স্ক্যানারে মমতার মন্ত্রী | Recruitment Scam
সূত্রের খবর, চন্দ্রনাথ সিনহাকে আগামী ৩১ জুলাই তলব করা হয়েছে। মন্ত্রীর সম্পত্তি সংক্রান্ত তথ্য জানতে চেয়ে মন্ত্রী এবং তাঁর পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তি সংক্রান্ত তথ্যের নথি চাওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। উল্লেখ্য, এর আগে গত শুক্রবারও চন্দ্রনাথকে ডেকে পাঠিয়েছিল ইডি। তবে তাতে সাড়া দেননি তিনি।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের রেজিস্টারের সূত্র ধরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিচুপট্টির বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। মন্ত্রীর বাড়ি থেকে ৪১ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়। সেই সময় মন্ত্রীর ফোনও বাজেয়াপ্ত করা হয়েছিল। পরে সেই ফোনটি খোলার জন্য মন্ত্রীকে তলব করা হয়েছিল।
রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রে মন্ত্রীকে তলব করেছিল ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষকে ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, তল্লাশি চালিয়ে কুন্তলের বাড়ি থেকে একাধিক তথ্য মিলেছিল। একটি রেজিস্টারও উদ্ধার করা হয়েছিল। আর তাতেই নাম ছিল রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার।

কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার হওয়া রেজিস্টারে মন্ত্রীর নামের পাশে ১০০ জনের নামের একটি তালিকা ছিল। তালিকায় থাকা সেসব নাম চাকরিপ্রার্থীদের কী না, তার সঙ্গে মন্ত্রীর কী যোগ! এই রকম একাধিক প্রশ্ন সামনে আসে সেই সময়। এর আগে চন্দ্রনাথ সিনহার নিচুপট্টির বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তলবও করা হয়েছিল। এবার ফের মন্ত্রীকে তলব ইডির।












