বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি:
মেষ রাশি: শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। প্রেমের জন্য আজকের দিনটি অবশ্যই ভালো। আজ আপনার কোনো খারাপ অভ্যাস আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। তাই, এদিক থেকে সতর্ক থাকুন। কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে আজ আপনাকে নজর দিতে হবে। বিবাহিত জীবন সুখের হবে।
প্রতিকার: পরিবারের মঙ্গলের জন্য জন্য সবুজ রঙের বোতলে জল ভরে তা একটি অশ্বত্থ গাছের শিকড়ের কাছে মাটিতে পুঁতে দিন।
বৃষ রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। যদিও, সেই সময়ে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। কোনো কাজে পরিবারের সদস্যরা আপনার মতামতগুলিকে সমর্থন করবেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আজ কোনো অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে সময়কে ভালোভাবে কাজে লাগান। প্রত্যেকের সাথে আজ ভালো আচরণ করুন। বিবাহিত জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতির জন্য পুজোর ঘরে চন্দ্র যন্ত্র স্থাপন করুন।
মিথুন রাশি: আপনি আজ ভাই বা বোনের কাছ থেকে কোনো কাজে সাহায্য পেতে পারেন। আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে। আজ নিজের কোনো সিদ্ধান্ত অন্যদের ওপর চাপিয়ে দেবেন না। আপনি আজ নিজের জন্য কিছুটা অবসর সময় বের করতে সক্ষম হবেন। যেটি আপনি একাকী অতিবাহিত করতে পারেন। প্রত্যেকের সাথে আজ ভালো আচরণ করুন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে তামার পাত্রে অথবা সম্ভব হলে সোনার পাত্রে জল রেখে সেটি পান করুন।
কর্কট রাশি: আর্থিক দিক থেকে আজ অযথা কোনো চিন্তা করবেন না। কারণ আজ আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে আজ আপনি কোনো পার্কে অথবা শপিং মলে যেতে পারেন। বন্ধুদের সাথে আপনি আজ অনেকটা সময় অতিবাহিত করবেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না।
প্রতিকার: চরিত্রকে কলঙ্কমুক্ত রাখতে মহিলাদের সম্মান দিন।
সিংহ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তা এবং ভয়কে দূরে সরিয়ে রাখুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। শরীরকে সুস্থ রাখতে মদ্যপান থেকে বিরত থাকুন। আত্মীয়দের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ নিজের জন্য কিছুটা অবসর সময় বের করতে পারবেন। যেটি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মা দুর্গার অর্থাৎ সিংহবাহিনীর ছবি বা মূর্তির পুজো করুন।
কন্যা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। আজ আপনার একজন প্রতিবেশী আপনার কাছ থেকে ঋণ চাইতে আসতে পারেন। তবে, তাঁকে ঋণ দেওয়ার আগে অবশ্যই সমস্ত কিছু ভালোভাবে জেনে নিন। নাহলে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের সাথে আজ আপনি কোনো সামাজিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আজ নিজের জন্য কিছুটা সময় বের করার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য খাদ্যে সবুজ শষ্যের পরিমাণ বৃদ্ধি করুন।
তুলা রাশি: আপনি আজ কোনো ধর্মীয় কাজে অর্থব্যয় করতে পারেন। এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন আজকে তাঁরা নিজের সমস্ত কাজ শেষ করে সন্ধ্যে নাগাদ কোনো পার্কে বা নির্জন জায়গায় সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। কোনো কাজে আজ আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলেও আজ আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
প্রতিকার: দাম্পত্য জীবন সুখের করে তুলতে খাবারে জাফরানের ব্যবহার করুন
বৃশ্চিক রাশি: অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটিকে কাজে লাগিয়ে আপনি একটি বহুপ্রতীক্ষিত কাজ করতে পারেন। শারীরিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ কারোর সাথে রাতে ফোনে দীর্ঘক্ষণ ধরে কথা বলতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য সবুজ রঙের বোতলে জল ভরে তা সূর্যের আলোয় রেখে দিন এবং সেই জল স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করুন।
ধনু রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আজ আপনার প্রচুর অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। তাই, এদিক থেকে সতর্ক থাকুন। আপনি আজ ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগের লক্ষ্যে বাবা-মা এবং অর্ধাঙ্গিনীর সাথে পরামর্শ করতে পারেন। বন্ধুদের আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। কোনো সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে আজ আপনি চোখের সমস্যায় ভুগতে পারেন। বিবাহিত জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: জীবনকে সুখকর করে তুলতে অভাবী মহিলাদের আটা, চাল, দুধ, দই এবং চিনি দান করুন।
আরও পড়ুন: Chanakya Niti: এই ৫ টি কথা স্ত্রী-রা কখনও জানতে দেন না স্বামীদের! সবসময় লুকিয়ে রাখেন তাঁদের কাছ থেকে
মকর রাশি: পরিবারের হিতসাধনে অবশ্যই কঠোর পরিশ্রম করুন। আজ আপনার কোথাও অপ্রত্যাশিত ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। আজ আপনি দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। শরীরকে সুস্থ রাখতে আজ কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য সরষের তেলে নিজের প্রতিচ্ছবি দেখার পরে সেটি দান করে দিন।
আরও পড়ুন: এই অক্ষরগুলি দিয়ে নাম শুরু হলেই জীবনে মিলবে বড় সাফল্য! দু’হাতে আসবে টাকা, কি বলছে জ্যোতিষশাস্ত্র?
কুম্ভ রাশি: আপনার যদি আজ কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে সেক্ষেত্রে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলির প্রতি সতর্ক থাকুন। নাহলে সেগুলি চুরির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ আপনার মানিব্যাগটি সাবধানে রাখুন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। রক্তচাপের রোগীরা রক্তচাপ কমানোর লক্ষ্যে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন। আপনি আজ কাউকে সাহায্য করতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন। তাই, এদিক থেকে সচেতন থাকুন। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবনকে সুখকর করে তোলার লক্ষ্যে মঙ্গল গ্রহের মারাত্মক প্রভাব কমাতে ভগবান শিবের যেকোনো মন্ত্র পাঠ করুন।
মীন রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করুন। কোনো নতুন পরিকল্পনার মাধ্যমে আজ আপনি আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। আত্মীয়দের সাথে আজ আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি নতুন কিছু করতে পারেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য একটি আংটিতে মঙ্গল যন্ত্র খোদাই করে ধারণ করুন।