বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম বৃহৎ টেলিকম কোম্পানি ভোডাফোন (Vi)। গ্ৰাহকদের সুবিধার্থে এই বছর এমন একটি বার্ষিক রিচার্জ প্লান (Annual Recharge Plan) আনলো। এর ফলে গ্ৰাহকরা সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। জানা যায়, এই নতুন বার্ষিক রিচার্জ একবার করলেই আর গোটা বছর রিচার্জ করার কথা ভাবতে হবে না। আপনি যদি প্রতিমাসের রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে যান তাহলে ভোডাফোন এর ১৯৯৯ টাকা রিচার্জ প্ল্যানটি হতে পারে আপনার জন্য একেবারে উপযুক্ত সমাধান।
পুরো বছরের রিচার্জ একসঙ্গে, বড় প্ল্যান ভোডাফোন আইডিয়া (Annual Recharge Plan)
এবার থেকে একবার ১৯৯৯ টাকা রিচার্জ করলেই সারা বছরের জন্য আর রিচার্জ করতে হবে না। এর ফলে সারা বছর নিশ্চিন্তে কাটাতে পারবেন আপনি। ১৯৯৯ টাকা রিচার্জ করলে গ্রাহক এটা যাদের সুবিধা পাবে তা নিচে জানানো হল- ৩৬৫ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড ভয়েস কলিং, এককালীন ২৪ জিবি ডেটা, এককালীন ৩,৬০০ SMS। এই প্ল্যান ভারতজুড়ে সবাই পাবে। এছাড়াও Vi-র এই ১,৯৯৯ টাকার বার্ষিক প্ল্যানটি যারা শুধুমাত্র সিম একটিভ রাখতে চান, কম ডেটা ব্যবহার করেন, বা মাসে মাসে রিচার্জ করতে চান না, বয়স্ক ব্যক্তি বা শুধুমাত্র কলের জন্য যাঁরা সিম ব্যবহার করেন, তাদের জন্য বিশেষভাবে উপযোগী হবে বলে মনে করা হচ্ছে।
এবার আপনি যদি কম ডেটা ব্যবহারকারী ব্যক্তি হন। তাহলে শুধুমাত্র ভয়েস কল ও অকেশনাল এসএমএস এর জন্য আপনি সিমটি ব্যবহার করেন তাহলে এই বার্ষিক রিচার্জটি নিঃসন্দেহে করতে পারেন। এর ফলে একবার রিচার্জ করলে সারা বছর নিশ্চিন্তে থাকবেন আপনি।