বাংলাহান্ট ডেস্ক : বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে যাচ্ছে। একাধিক রাজ্যের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হচ্ছে তৃণমূল। অভিযোগ, একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের (Migrant Labour)। এমনকি তাদের গুলি করার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। কয়েকজন দাবি করেছেন, কার্যত ‘নরক যন্ত্রণা’ ভোগ করতে হয়েছে তাঁদের। তবুও সেই ভিন রাজ্যেই যেতে হচ্ছে তাঁদের। বাংলায় তো কাজ নেই, মুখ্যমন্ত্রী আগে কাজ দিন, দাবি শ্রমিকদের (Migrant Labour)।
হরিয়ানায় কাজ করতে গিয়ে আটকে পড়েন বাংলার শ্রমিকরা (Migrant Labour)
হরিয়ানায় কাজ করতে গিয়ে আটকে পড়েছিলেন এ রাজ্যের কয়েকজন শ্রমিক (Migrant Labour)। তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের। সদ্য ফিরেছেন হরিশচন্দ্রপুরের রাঙাইপুরে। অভিজ্ঞতা ভাগ করে তাঁরা জানান, হরিয়ানায় কোনও নির্যাতন করা হয়নি তাঁদের। একটি হলঘরের মতো জায়গায় রাখা হয়েছিল তাঁদের। প্রায় দশ দিন সেখানেই ছিলেন তাঁরা।
কেমন ছিল সেই অভিজ্ঞতা: সেই অভিজ্ঞতা মনে করে একজন শ্রমিক (Migrant Labour) জানান, একদিন তাঁরা কাজ থেকে ফিরে সবে জামাকাপড় বদলাচ্ছেন। তখনই একজন আধিকারিক এসে তাঁদের কাছে আধার কার্ড চান। তাঁরা দিয়েও দেন। তারপরেই বলা হয় গাড়িতে গিয়ে বসতে, চেকিং হবে। তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। ওই শ্রমিক (Migrant Labour) বলেন, ‘একদিন লাইনে দাঁড় করিয়ে বলছিল, ওরা বাংলাদেশি। গুলি করবে বলে ধমক দিচ্ছিল’। তবে কিছুদিন আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের। এ রাজ্যে ফিরেছেন তাঁরা। তবুও আবার যেতে হবে সেখানেই। কিন্তু কেন?
আরও পড়ুন : বাংলাভাষী হওয়ায় মহিলা-শিশুকে নিগ্রহ? ‘ভিত্তিহীন’ বলে মমতার অভিযোগ ওড়াল দিল্লি পুলিশ
ভিন রাজ্যেই যেতে হবে তাঁদের: শ্রমিকদের (Migrant Labours) বক্তব্য, ‘বাংলায় একদিন কাজ হলে বাকি দিনগুলো বসে থাকতে হয়। দু মুঠো অন্নও জুটবে না’। এদিকে এই পরিযায়ী শ্রমিকদের (Migrant Labour) জন্যই বারংবার সরব হতে দেখা যাচ্ছে রাজ্য সরকারকে। অন্য রাজ্যে বাঙালি বিদ্বেষ, ভাষা সন্ত্রাসের অভিযোগ আনছে তৃণমূল। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত অনলাইনে এবং প্রকাশ্য মঞ্চে সরব হয়েছেন ‘বাঙালি বিদ্বেষ’ এর অভিযোগ করে।
আরও পড়ুন : সুপ্রিম কোর্টকে অমান্য করে ভোটের কাজে নিয়োগ করার অভিযোগ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা স্কুলশিক্ষকদের
এদিকে পরিযায়ী শ্রমিকদের বক্তব্য, মুখ্যমন্ত্রী যখন বলছেন তখন আগে কাজ দিন। সঠিক রোজগার পেলে ভাবা যাবে’। তাঁদের অভিযোগ, এ রাজ্যে কাজ নেই। তাই বাধ্য হয়ে হলেও ভিন রাজ্যেই যেতে হবে তাঁদের। পেটের খাবার তো জুটবে।