বাংলা হান্ট ডেস্ক: সুন্দর সাদা ঝকঝকে দাঁত কে না চায়, বলুন? মুক্তোর মতো হাসি এই প্রশংসা পেয়ে মন যে ভাল হয়ে যায় সকলের।কিন্তু সকলে প্রান খুলে হাসতে পারে না দাঁতের জন্য। হলদে দাঁতের জন্য অনেকের মাথায় হাত পড়ে (Dental Health)। এই হলদে দাঁত (Yellow Teeth) শুধুমাত্র যে আপনার হাসি নষ্ট করে তা নয়। হাসির পাশাপাশি আপনার দাঁতের (Teeth) স্বাস্থ্যের জন্য খুবই একটা শুভ লক্ষণ হয় না। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কেন দাঁতে হলুদ ছোপ পড়ে?
দু’বেলা ব্রাশ করেও দাঁতের হলুদ ছোপ যাচ্ছে না, কেন জানেন? (Dental Health)
হাসি মানুষের প্রধান অলংকার। কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে দাঁতে হলুদ ছোপ পড়ে। যা বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়াও, জন্মসূত্রে দাঁতের রং সকলের এক রকম নয়। কারও বেশি সাদা, কারও কম। যদি দাঁতের যত্ন সঠিক ভাবে না নেওয়া হয়, তা হলেই দাঁতে দাগছোপ পড়বে। বিশেষ করে যাঁরা বেশি ধূমপান করে, ঘন ঘন চা বা কফি খান এবং দু’বেলা ঠিকমতো ব্রাশ করেন না, তাঁদের দাঁতে হলদেটে দাগ পড়তে শুরু করে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও এই সমস্যার অন্যতম কারণ। আজ আপনাদের জানাবো কেন দাঁতে হলুদ ছোপ পড়ে, এর পিছনের কারণ গুলো কি কি?
১. অতিরিক্ত পরিমাণে চা, কফি, কোল্ড ড্রিঙ্ক, চকলেট, বেশি মসলা জাতীয় খাবার খেলে দাঁতের ওপর হলুদ ছোপ পড়ে।
২. নিয়মিত ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য সেবন করলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়। যার ফলে দাঁতে হলুদ বা বাদামি দাগ তৈরি হয়।
৩. নিয়মিত সঠিকভাবে দাঁত পরিষ্কার না করলে দাঁতের মধ্যে খাদ্য কমা জমে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। যার ফলে দাঁত হলুদ রং হয়ে যায়।
৪. অনেক সময় কিছু কিছু অ্যান্টিবায়োটিক বা আয়রন ট্যাবলেট দীর্ঘদিন ব্যবহার করলে দাঁতে কালচে বা হলুদ ছোপ দেখা যায়।
আরও পড়ুন: ১৯৯৯ টাকার বার্ষিক রিচার্জ, তোলপাড় করা অফার ভোডাফোনের, জিও-এয়ারটেলের ঘুম উড়ল বলে
কীভাবে সাদা দাঁত পাবেন?
১. দাঁতের হলুদ দাগ তোলার উপায় হল বেকিং সোডা। বাড়িতে ব্রেকিং সোডা থাকলে তা দিয়ে দাঁত ভালোভাবে মাজলে দাঁতের হলুদ দাগ দূর হয়।
২. অ্যাপেল সিডার ভিনেগার দাঁতের দাঁত চোখ তুলতে পারে। এর জন্য এক কাপ জলে এক চামচ ভিনিগার মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে ভালোভাবে কুলকুচি করতে হবে। তাহলেই উপকার পাবেন।
৩. কমলালেবু পাতি লেবু ও কলার খোসা দাঁতের হলদে ভাব দূর করতে পারে। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা দাঁত মজবুত করতে সুস্থ রাখতে সাহায্য করে।
(Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য। কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।)