বাংলাহান্ট ডেস্ক : একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই হুঙ্কার দিয়েছিলেন। ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের উপরে হওয়া অত্যাচারের প্রতিবাদে ‘ভাষা আন্দোলন’এর ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বোলপুর থেকে শুরু হয় সেই আন্দোলন। ২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্র হিসেবে বাংলা ও বাঙালি রক্ষাকেই বেছে নিয়েছে তৃণমূল (Trinamool Congress)। এদিকে খাস কলকাতায় দেখা গেল অন্য রকম চিত্র।
কলকাতায় তৃণমূলের (Trinamool Congress) হিন্দি পোস্টার নিয়ে উঠছে প্রশ্ন
মুখ্যমন্ত্রী যখন ভাষা আন্দোলনের দাপটে বোলপুর কাঁপাচ্ছেন, তখন কলকাতার রাজপথেই দেখা গেল হিন্দির রাজত্ব। তাও আবার তৃণমূলেরই (Trinamool Congress) একুশে জুলাইয়ের পোস্টারে! কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনেই বাংলা হান্টের ক্যামেরায় ধরা পড়ল একটি পোস্টার। তৃণমূলের (Trinamool Congress) একুশে জুলাইয়ের সমাবেশের পোস্টারে বাংলা নয়, লেখা রয়েছে হিন্দিতে।
কী দেখা গেল পোস্টারে: পোস্টারে জ্বলজ্বল করছে মুখ্যমন্ত্রীর ছবি। হিন্দিতে লেখা, ‘অমর একুশে জুলাই, শহিদ স্মরণে ধর্মতলা চলো। প্রধান বক্তা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সময় দুপুর ১২ টা’। সমস্তটাই লেখা হিন্দিতে, এমনকি মুখ্যমন্ত্রীর নামও। ভিন রাজ্যে বাংলা ভাষা এবং বাঙালি বিদ্বেষ নিয়ে যখন বারবার সুর চড়াতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেখানে এমন পোস্টার বেশ কিছু প্রশ্ন তুলে দিচ্ছে বইকি।
আরও পড়ুন : সুপ্রিম কোর্টকে অমান্য করে ভোটের কাজে নিয়োগ করার অভিযোগ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা স্কুলশিক্ষকদের
উর্দু নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা: অবশ্য শুধু হিন্দি নয়। এর আগে তৃণমূলের (Trinamool Congress) পোস্টারে উর্দু ভাষার বাড়বাড়ন্ত নিয়েও সরব হয়েছিল বিজেপি। বঙ্গ বিজেপির শেয়ার করা ছবিতে দেখা গিয়েছিল, একটি পোস্টারে একদিকে ইংরেজিতে লেখা শহিদদের নাম আর অপরদিকে লেখা উর্দু ভাষায়। অন্য কিছু পোস্টারেও একুশে জুলাইয়ে ধর্মতলায় যাওয়ার আমন্ত্রণ লেখা হয়েছে উর্দুতে। সেই পোস্টার শেয়ার করে কটাক্ষ শানিয়েছিল গেরুয়া শিবির।
আরও পড়ুন : ‘মুখ্যমন্ত্রী আগে কাজ দিন’, অন্য রাজ্যে ‘ভাষা সন্ত্রাস’, কাজের অভাবে তবুও বাংলা ছাড়ছেন শ্রমিকরা
প্রসঙ্গত, বাঙালি অস্মিতা রক্ষায় বোলপুর থেকে ভাষা আন্দোলন শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, বাংলা বর্ণমালা নিয়ে মিছিলে হাঁটতে দেখা যায় তাঁকে। সঙ্গে ছিলেন বীরভূমের দলীয় সাংসদ শতাব্দী রায়, বোলপুরের অসিত মাল এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও।