কয়েক বছরেই আমূল পরিবর্তন! চিনে বন্ধ হচ্ছে Apple স্টোর, অন্যদিকে ভারত হয়ে উঠছে iPhone হাব

Published on:

Published on:

Apple retail stores in China are about to close.

বাংলা হান্ট ডেস্ক: এবার Apple চিনে তাদের একটি স্টোর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথমবার কোম্পানিটি চিনে কোনও রিটেল স্টোর বন্ধ করতে চলেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ডালিয়ান শহরের ঝংশান এলাকায় পার্কল্যান্ড মলে স্থিত Apple স্টোরটি আগামী ৯ অগাস্ট থেকে বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই Apple জানিয়েছে যে, ওই শপিং কমপ্লেক্সে ক্রমাগত পরিবর্তন ঘটছে। এছাড়াও, একাধিক ব্র্যান্ডের বেরিয়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই কোচ, স্যান্ড্রো, হুগো বসের মতো বড় ব্র্যান্ড পার্কল্যান্ড মল থেকে বেরিয়ে গেছে।

চিনে বন্ধ হচ্ছে Apple-এর রিটেল স্টোর:

চিনে কেন বন্ধ হচ্ছে Apple স্টোর: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চিনে বর্তমানে মুদ্রাস্ফীতি হ্রাস এবং কনজিউমার খরচে হ্রাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে, সেখানকার অর্থনীতির ওপর চাপ বাড়ছে। যার প্রভাব Apple-এর বিক্রিতেও পড়েছে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে চিনে Apple-এর বিক্রি ২.৩ শতাংশ কমে ১৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যেখানে প্রত্যাশিত অনুমান ছিল ১৬.৮ বিলিয়ন ডলার।

Apple retail stores in China are about to close.

কী জানিয়েছে Apple: এদিকে, ইতিমধ্যেই Apple জানিয়েছে যে, তারা তাদের গ্রাহকদের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদানের লক্ষ্য অব্যাহত রাখবে। চিনে এই সংস্থার প্রায় ৫৬ টি স্টোর রয়েছে। যেখান থেকে তাদের গ্লোবাল রিটেল সেলের ১০ শতাংশ আসে। ডালিয়ানের পার্কল্যান্ড মল ছাড়াও, অলিম্পিয়া ৬৬ মলে আরেকটি স্টোর রয়েছে। যা আগের মতোই চলবে। বন্ধ হয়ে যাওয়াস্টোরে কর্মরত কর্মীদের অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে। দু’টি স্টোরের মধ্যে দূরত্ব মাত্র ১০ মিনিট।

আরও পড়ুন: “আমার ছেলেকেই….”, ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরির পর মুখ খুললেন তাঁর বাবা! জানালেন দুঃখের কথা

Apple-এর নতুন পরিকল্পনা; ভারতের ওপর মনোযোগ বৃদ্ধি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত এখন আমেরিকায় রফতানি করা স্মার্টফোনের বৃহত্তম সরবরাহকারী হয়ে উঠেছে। ক্যানালিসের একটি রিপোর্ট অনুসারে, ২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারত থেকে আমেরিকায় পাঠানো স্মার্টফোনের অংশ ৪৪ শতাংশে পৌঁছেছে। যা এক বছর আগে মাত্র ১৩ শতাংশ ছিল। Apple ভারতে iPhone ১৬ সিরিজের Pro মডেলগুলিও তৈরি করছে। যেগুলি আমেরিকায় রফতানি করা হচ্ছে। তবে, Pro মডেলগুলির জন্য কোম্পানিটিকে এখনও চিনের ওপর নির্ভর করতে হচ্ছে।

আরও পড়ুন: “আপনার পাকিস্তানের সঙ্গে কথা হয়?”, লোকসভায় অখিলেশকে প্রশ্ন অমিত শাহের, বিরোধীদের দিলেন জবাব

নতুন স্থানে নতুন স্টোর: প্রসঙ্গত উল্লেখ্য যে, Apple চিনের বাইরেও তার রিটেল নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। কোম্পানিটি আগামী ১৬ অগাস্ট শেনজেনের ইউনিওয়াক কিয়ানহাইতে একটি নতুন স্টোর খুলতে চলেছে। এর পাশাপাশি, Apple বেজিং এবং সাংহাইতেও স্টোর খোলার পরিকল্পনা করছে। চলতি বছরের শুরুতে, আনহুই প্রদেশেও একটি নতুন স্টোর খোলা হয়েছিল।